জয়পুরহাটের ক্ষেতলালে আনসার ভিডিপি সমাবেশ অনুষ্ঠিত
আঃ রাজ্জাক (জয়পুরহাট) জেলা প্রতিনিধি:
জয়পুরহাটে ক্ষেতলালে“শান্তি শৃঙ্খলা উন্নয়ন নিরাপত্তায় সর্বত্র আমরা” এই স্লোগানে ক্ষেতলাল আসনার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৮মে বুধবার সকাল ১০ টায় উপজেলা হলরুমে ক্ষেতলাল উপজেলা আসনার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার ইসতিয়াক আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জয়পুরহাট জেলা আসনার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কমান্ডার মিনহাজ আরেফিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ক্ষেতলাল উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকিম মন্ডল, পৌর মেয়র সিরাজুল ইসলাম বুলু, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা বেগম ওবায়দা খানম, থানার এসআই রবিউল ইসলাম। এ সময় প্রতিটি ভাল কাজে অবদান রাখার জন্য উপজেলার সকল ইউনিয়ন দলনেতা, দলনেত্রী ও আনসার কমান্ডারসহ ৩১জন আনসার ও ভিডিপি সদস্যকে পুরস্কৃত করা হয়। আরও উপস্থিত ছিলেন, স্থানীয় গণমাধ্যম কর্মী, উপজেলা সকল আনসার ভিডিপি নারী-পুরুষ সদস্যবৃন্দ