জয়পুরহাট কালাইয়ে ডিবি পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেফতার ১
আঃ রাজ্জাক জয়পুরহাট জেলা প্রতিনিধি/
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী, মোঃ কালাম হোসেন (৫০),উলিপুর গুচ্ছ গ্রামের মৃত তৈমুদ্দীনের ছেলে৷
জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে (১৮মে) কালাই থানা এলাকাই গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা কালে (এক) কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়৷
গ্রেফতারের পর কালাই থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। কালাই থানা পুলিশ মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।তাছাড়া উক্ত আসামী পূর্বের একাধিক মাদক মামলার আসামী এবং একজন তালিকা ভুক্ত মাদক ব্যবসায়ী।