জেলা তথ্য অফিসের সচেতনতামূলক উন্মুক্ত বৈঠক
মাগুরা প্রতিনিধি
মাগুরা জেলা তথ্য অফিসের আয়োজনে আজ বিকালে মাগুরা সদর উপজেলার শত্রুজিৎপুর উত্তরপাড়ায় রোমানা বেগমের বাড়ির উঠানে ভিডিও কলের মাধ্যমে সচেতনতানতামূলক উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে। জেলা তথ্য অফিসার মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভিডিও কলে সংযুক্ত ছিলেন মাগুরা জজ কোর্টের সিনিয়র সহকারী জজ (জেলা লিগ্যাল এইড অফিসার) মোঃ ফরিদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মোঃ জিল্লুর রহমান। উন্মুক্ত বৈঠকে বাল্যবিবাহ ও নারী নির্যাতন রোধ, বিনা মূল্যে সরকারি আইন সহায়তা, স্বাস্থ্য, শিক্ষা ও সরকারের বিভিন্ন সেক্টরের উন্নয়ন কর্মকাণ্ড বিষয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে শতাধিক নারী উপস্থিত ছিলেন।