মাগুরায় শশুর শাশুড়ির বিরুদ্ধে জামাইয়ের সংবাদ সম্মেলন!
মোঃ রনি আহমেদ রাজু স্টাফ রিপোর্টার
মাগুরায় শশুর শাশুড়ির বিরুদ্ধে জামাই সংবাদ সম্মেলন করেছেন।সোহেব আনোয়ার স্রেত ও তার স্ত্রী সুবহা মারিয়া কে নিয়ে সাংবাদ সম্মেলনে জানান, নলডাঙ্গা ডাকাতিয়া গ্রাম সদর থানা ঝিনাঈদার মোঃ সাজেদুর রহমান আমার শশুর. তিনি একজন স্কুল শিক্ষক। তার মেয়ে সুবহা মারিয়ার সংগে ২৯শে মে ২০২২ তারিখে আইনশৃংখলাবাহিনীর পুলিশ সদস্য ও গন্যমান্যদের সামনে নিয়ে মুসলিম শরিয়াত মতে বিয়ে দেন। তারপর থেকে স্ত্রী সুবহা মারিয়াকে নিয়ে আমরা ভালই ঘর সংসার করিয়া আসিতেছি। আমার শশুর শাশুড়ি আমাকে এবং আমার স্ত্রীকে বিভিন্ন সময় পুলিশের ভয় ভৃতি, কেচ মামলা ও জোর পুর্বোক ধরে নেওয়ার হুমকি ধামকি দিচ্ছেন।এবিষয়ে সুবহা মারিয়া তার বাবা মার অত্যাচার নির্যাতন ও ভয়ভৃতির সত্যতা কথা মিডিয়ার সামনে স্বীকার করেন । সোহেব আনোয়ার এবং তার স্ত্রী সুবহা মারিয়াকে নিয়ে শশুর শাশুড়ির অত্যাচার থেকে বাঁচতে ও নিরাপদে থাকতে প্রশাসনের সহযোগীতা কামনায় সংবাদ সম্মেলন করেন।