মাগুরাতে বিজেপি নেতা নুুপুর শর্মার শাস্তির দাবীতে বিক্ষোভ
মোঃ রনি আহমেদ রাজু স্টাফ রিপোর্টার
মাগুরায় ভারতীয় জনতা পার্টির নেতা নুপুর শর্মার শাস্তির দাবীতে মুসলিম তৌহিদী জনতা বিক্ষোভ মিছিল বের করেন। শুক্রবার জুম্মার নামাজের পর শহরের নোমানী ময়দান হতে নবীর প্রেমী তাওহিদি জনতার ব্যানারে আয়োজিত জেলার ধর্মপ্রান হাজার হাজার মুসল্লি বিক্ষোভে অংশ নেয়।মহানবী হযরত মুহাম্মদ (সাঃ )কে অবমাননা করে বক্তব্য রাখায় বিজেপি নেতা নুপুর শর্মার বিরুদ্ধে নানা স্লোগানে করেন বিক্ষোভকারীরা।এ সময় জেলার বিভিন্ন রাজনৈতিক দলের অনুসারীসহ সাধারন মুসলল্লিরা অংশ নেন। মিছিল শেষে নুপুর শর্মার সাস্তীর দাবী কামনা করেন বক্তরা । মাগুরা শহর ছাড়াও শালিখা,মোহাম্মাদপুর,শ্রীপুর উপজেলাতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।