মাদক মামলায় জয়পুরহাটে এক জনের যাবজ্জীবন কারাদণ্ড
জয়পুরহাট জেলা প্রতিনিধি মোঃ আঃরাজ্জাক।
জয়পুরহাটে ৪০ গ্রাম হেরোইন রাখার দায়ে আরশেদ আলী রাশেদ (৫৮) নামে মাদক কারবারিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার ( ১৫ জুন ) দুপুরে জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত দায়রা ও জজ মোঃ গোলাম সরোয়ার এ রায় দেন।
একইসঙ্গে তার ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাস কারাদণ্ডের আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত আরশেদ আলী রাশেদ পাঁচবিবি উপজেলার পূর্ব রামচন্দ্রপুর মৃত মজিবুর রহামানের ছেলে।আদালতের মামলা সূএে জানা যায়,২০২১ সালের ১৭ নভেম্বর জয়পুরহাট পাঁচবিবির পূর্ব রামচন্দ্র আরশেদ আলী রাশেদ তার নিজ বাড়ির নিজ শয়ন কক্ষে তাহার পরিহিত প্যান্টের পকেটের মধ্যে পলিথিন দিয়ে মোড়ানো ৪০ গ্রাম হেরোইনসহ তাকে গ্রেপ্তার করে জয়পুরহাট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
এসময় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। পরে আদালতে মামলাটির বিচারে সাক্ষ্য ও প্রমাণের ভিত্তিতে বুধবার আদালতের বিচারক এ রায় ঘোষণা করেন। এ তথ্য নিশ্চিত করেছেন জয়পুরহাট জজ কোর্টের পিপি এডভোকেট নৃপেনন্দ্রনাথ মন্ডল।