সাংবাদিকের উপর হামলার অভিযোগ দায়ের ৪ দিন পার হলেও এখন পর্যন্ত এজাহার হিসাবে গন্য করেনি পুলিশ!
মোঃ রনি আহমেদ রাজু স্টাফ রিপোর্টার
সাংবাদিকদের উপর হামলার ঘটনার ৪দিন পার হলেও এখন পর্যন্ত এজাহার হিসাবে গন্য করেনি ঈশ্বরদী থানা পুলিশ অভিযোগ উঠেছে দুই দিন পরে তদন্তের নামে আসামীকে থানায় ডেকে এনে পাল্টা সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগ নিয়েছেন ঈশ্বরদীর অফিসার ইনচার্য অরবিন্দ সরকার।এ ঘটনায় গণমাধ্যম কর্মীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি করেছে।
পাবনার ঈশ্বরদী বাঁশেরবাদা ডিগ্রী কলেজের অনিয়ম-দুনীতির অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে খোজ খবর নিয়ে ভিডিও ফুটেজ সংগ্রহকালে কলেজের অধ্যক্ষের লেলিয়ে দেয়া দুষ্কৃতিকারিদের হাতে লাঞ্ছিত হয়েছেন আনন্দ টিভি ও মোহনা টিভির পাবনা জেলা প্রতিনিধি। গত ১৯ জুন বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে। এসময় দুষ্কৃতিকারিরা সাংবাদিকদের ভিডিও ক্যামেরা ছিনিয়ে নিয়ে যায়। পরে পুলিশ তাদের ভিডিও ক্যামেরা উদ্ধার করে। এ ঘটনায় ঈশ্বরদী থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। বাঁশেরবাদা ডিগ্রী কলেজের অনিয়ম এবং শিক্ষার্থীদের থেকে অতিরিক্ত ফি আদায়ের তথ্য জানার পর আনন্দ টিভির প্রতিনিধি ও মোহনা টিভির পাবনা জেলা প্রতিনিধি হুজ্জাতুল্লা হীরা উক্ত কলেজের ছাত্রছাত্রীদের বক্তব্যের ভিডিও ফুটেজ ধারণ করার সময় কলেজের অধ্যক্ষের লেলিয়ে দেয়া ১০/১২ জনের একদল দুষ্কৃতিকারি তাদের উপর হামলা চালায়। দুষ্কৃতিকারিরা তাদের লাঞ্ছিত ও অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং ভিডিও ক্যামেরা ছিনিয়ে নেয়। এ ঘটনায় মোহনা টিভির সাংবাদিক হুজ্জাতুল্লা হীরা, আনন্দ টিভির প্রতিনিধি ঈশ্বরদী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। কিন্তু এখন পর্যন্ত কোন পদক্ষেপ গ্রহন করেনি পুলিশ। এ ব্যাপারে সাংবাদিকগণ কলেজ কমিটির সভাপতির বক্তব্য নিতে তার বাড়িতে গেলে ভেতর থেকে জাননো হয় তিনি ঢাকায় অবস্থান করছেন। এই ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সুশিল সমাজ ও পাবনায় কর্মরত সাংবাদিকবৃন্দ। মোহনা টিভির সাংবাদিক হীরা জানান, আমাদের উপর হামলা ও ক্যামেরা ভাংচুর করা হলো এর বিচার তো পেলাম না। উল্টো আমাদের নামে অভিযোগ নিয়েছে ঈশ্বরদী থানার ইনচার্য ওসি অরবিন্দ সরকার। ন্যায় বিচার পেতে উর্দ্ধতন কর্ত্পক্ষের হস্তক্ষেপ কামনা করছি।