জোড় পূর্বক সাদা স্টেম্প ও চেক নেওয়ার ঘটনা আড়াল করতে মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন
জয়পুরহাট প্রতিনিধি, ২৮ ই জুন,
জয়পুরহাটে কালাইয়ে জোড় পূর্বক সাদা স্টেম্প ও চেক নেওয়ার ঘটনা আড়াল করতে মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে আব্দুল কাদের নামের এক শিক্ষক ও সবুজ বাংলা উন্নয়ন কর্মসংস্থা। মঙ্গলবার বেলা ১২ টায় জয়পুরহাট শহরের স্বপ্নছায়া কমিউনিটি সেন্টারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
জয়পুরহাটের সবুজ বাংলা উন্নয়ন কর্মসংস্থানের সভাপতি যোবায়ের হোসেনের সভাপতিত্বে, লিখিত অভিযোগের বক্তব্য পাঠ করেন কোষাধাক্য ও শিক্ষক আব্দুল কাদের লিখিত বক্তব্যে অভিযোগ করেন, সারাবিশে মহামারী করোনার কারণে সরকারী সিদ্ধান্ত মোতাবেক ঋণ কার্যক্রম ও আদায় বন্ধ থাকায় মাঠ পর্যায়ে বকেয়া টাকা পড়ে থাকায়। ননজুডিশিয়াল স্ট্যাম্পে চুক্তিপত্র করে কিছু স্থানীয় ব্যক্তিদের নিকট থেকে ৬ লাখ ৮০ হাজার টাকা সংস্থায় আমানত রাখেন । এই টাকা আদায়ের জন্য পুনরায় শিক্ষক আব্দুল কাদেরের নিকট জোড় পূর্বক ৯ টি সাদা স্টেম্প ও ৩ টি চেকে সই নেন কালাই থানার এসআই যোবায়ের হোসেন ও স্থানীয় এক সাংবাদিক শাহারুল আলম। এ ঘটনায় সংশ্লিষ্ট কয়েকটি দপ্তরে লিখিত অভিযোগ করেন। চেক ও স্টেম্পে সই নেওয়ার ঘটনা আড়াল করতে তাদের প্ররোচনায় সোমবার মানববন্ধন করা হয়। ওই মানববন্ধন মিথ্যা দাবী করে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তারা।