মাগুরাতে মাদক উদ্ধার করতে গিয়ে মিলল স্বর্ণের বার!
মোঃ রনি আহমেদ রাজু স্টাফ রিপোর্টার
মাগুরায় ইয়াবা উদ্ধারের অভিযানে গিয়ে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের হাতে স্বর্ণের বারসহ সাকিব হোসেন নামে এক যুবক আটক হয়েছেন।দুপুরে শহরের পারনান্দুয়ালি বাস টার্মিনাল এলাকা থেকে তাকে আটক করা হয়।সাকিব হোসেন যশোরের শার্শার পুটখালি গ্রামের ইয়াজুল ইসলামের ছেলে।মাগুরা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক খবির আহমেদ জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঈগল পরিবহণের একটি বাসে ইয়াবার চালান আসছে বলে খবর পাই। দুপুর ১২টার দিকে শহরের পারনান্দুয়ালি বাস টার্মিনাল এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ঈগল পরিবহণে (ঢাকা মেট্রো-ব-১৫-৩৩১৯) তল্লাশি চালিয়ে সাকিব হোসেনের জুতার ভেতরে ১০টি স্বর্ণের বার পাওয়া যায়। এসব স্বর্ণের বারের ওজন প্রায় ১ কেজি ১৬৬ গ্রাম।মাগুরা জেলা প্রশাসক আশরাফুল আলম জানান স্বর্ণের বারগুলো ঢাকার যাত্রাবাড়ী থেকে সাতক্ষীরায় নিয়ে যাচ্ছিলেন ওই যুবক। তার বিরুদ্ধে সদর থানায় মামলা হয়েছে।