টাঙ্গাইল মধুপুরবাসী ফেইসবুক গ্রুপের সদস্যদের আর্থিক সহায়তা প্রদান !
মোঃ রনি আহমেদ রাজু স্টাফ রিপোর্টার
টাঙ্গাইলের মধুপুর পৌরসভার ৮ নং ওয়ার্ডের আকাশী গ্রামের শুকুর আলীর ছেলে ক্যানসারে আক্রান্ত হাফেজ মোঃ শাকিল ইসলামের চিকিৎসা বাবদ ৮০ (আশি) হাজার টাকা আর্থিক সহায়তা দিলেন মধুপুরবাসী ফেইসবুক গ্রুপের সদস্যরা।রবিবার (৩ জুলাই) সন্ধ্যায় মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যানের কার্যালয়ে শাকিলের বাবার হাতে আর্থিক অনুদান তুলে দেন মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ছরোয়ার আলম খান আবু। এসময় উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি খঃ শফি উদ্দিন মনি। মধুপুরবাসী ফেইসবুক গ্রুপের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সিনিয়র এডমিন খঃ ইশতিয়াক আহমেদ সজীব, মোঃ সেলিম, মোঃ আলহাজ্ব উদ্দিন, মোঃ খালেদুজ্জামান মানিক এবং গ্রুপের সদস্য রেজাউল করিম ও মোঃ সোলাইমান।মধুপুরবাসী ফেইসবুক গ্রুপ সুচনা লগ্ন থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোসহ বিভিন্ন মানবিক কর্মকান্ডে জড়িত থাকায় উপজেলা চেয়ারম্যান মধুপুরবাসী ফেইসবুক গ্রুপের সকল সদস্যকে ধন্যবাদ জানান। ভবিষ্যতেও অসহায় ও দরিদ্র মানুষগুলোর মুখে হাসি ফুটাতে গ্রুপের প্রচেষ্টা অব্যাহত রাখার আহব্বান জানান।উপজেলা আওয়ামীলীগের সভাপতি খঃ শফি উদ্দিন মনি বলেন আজকাল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে অনেক মানবিক কাজ হচ্ছে । তিনি মধুপুরবাসীকে ধন্যবাদ জানান।
ক্যানসারে আক্রান্ত হাফেজ মোঃ শাকিল ইসলামের বাবা শুকুর আলী আর্থিক সহায়তা পেয়ে মধুপুরবাসী ফেইসবুক গ্রুপের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।গ্রুপের পক্ষ থেকে এডমিন খন্দকার ইসতিয়াক আহমেদ সজিব ও মোঃ আলহাজ বক্তৃতা করেন। তারা হাফেজ মোঃশাকিল ইসলামের চিকিৎসার জন্য অনুদানকারীদেরকে আন্তরিক ধন্যবাদ জানান।