ক্ষেতলালে জুয়ার আসর থেকে ৪ জুয়াড়ি আটক
জয়পুরহাট প্রতিনিধিঃ ১৬/২২/
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার খুঞ্জিয়াপাড়া
এলাকায় জুয়ার আসর থেকে ৪ জুয়াড়িকে আটক করেছে পুলিশ,এ সময় জুয়া খেলার সামগ্রীসহ নগদ ৩০,০০০ ত্রিশ হাজার টাকাসহ উদ্ধার করে পুলিশ।
শুক্রবার (১৫ জুলাই রাত্রী ৯,ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে ক্ষেতলাল থনার খুঞ্জিয়াপাড়া গ্রামস্থ জনৈক দিলবর কাউন্সিলর মেশিন ঘরের পৃর্বে এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, উপজেলার খুঞ্জিয়াপাড়া আবু ইসলামের ছেলে মো. আকাশ ইসলাম (২১) একই গ্রামের ফিরাজ মন্ডলের ছেলে আশরাফ আলী মন্ডল(৪১) ভাসিলা গ্রামের জলিলের ছেলে মেহেদী হাসান(৩২) জিন্দারপুর কালাই আঃ সাত্তারের ছেলে মোঃ সাহাজুল প্রামানিক(২৪)
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রওশন ইয়াজদনী সাংবাদিকদের বলেন, খুঞ্জিয়াপাড়া এলাকায় জমজমাট জুয়ার আসর চলছে এমন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে হাতেনাতে ৪ জুয়াড়িকে জুয়ার উপকরণসহ আটক করি। আটককৃতদের গত কাল শনিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে৷