মাগুরা বেরইল পলিতায় যুবলীগ নেতাকে পিটানোর অভিযোগ!
মোঃ রনি আহমেদ রাজু স্টাফ রিপোর্টার
মাগুরা বেরইল পলিতা ইউনিয়নের রামদারগাতি গ্রামে যুবলীগ নেতা ইমরানকে রোববার হাতুড়ি দিয়ে পিটানোর অভিযোগ উঠেছে। আহত ইমরান জানান , বেরইল পলিতা ইউনিয়নের রাজা চেয়ারম্যানের নির্দেশে এ ঘটনা ঘটেছে।আহতরা হলেন, ইমরান(৩৬)নাসির(২৮)সিদ্দিক মোল্য(৪০)মনজুয়ারা বেগম(৬৫) তাদের সবাই মাগুরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। চেয়ারম্যান রাজা জানান,এলাকায় এ ধরনের ঘটনা প্রায় ঘটে আর সেই সাথে আমাকে জড়িয়ে কিছু দুষ্ট লোকে মজা করে।এলাকায় সামাজিক বিভিন্ন বিরোধকে কেন্দ্র করে এ সংঘর্ষ বাঁধে। এদিকে মাগুরা সদর থানার ওসি নাসিরুল ইসলাম জানান.সামাজিক আধিপত্ত্য নিয়ে দু পক্ষের দীর্ঘ দিন বিরোধ চলে আসছে।এ ব্যাপারে থানায় কেউ অভিযোগ দেয়নি। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।