মাগুরায় জাতীয়বাদী বিএনপি জেলা যুবদলের বিক্ষোভ প্রতিবাদ সমাবেশ
ফারুক আহমেদ, স্টাফ রিপোর্টার : মাগুরায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাতীয়বাদী যুবদলের সাংগঠনিক অভিভাবক দেশ নায়ক তারেক রহমান মহোদয়কে নিয়ে আওয়ামীলীগের নেতা মান্নাফীর ধৃষ্টতাপূর্ণ বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করা হয়। মঙ্গলবার ১৯ জুলাই দুপুর ১২ টার সময় জাতীয়বাদী জেলা যুবদল মাগুরা এর আয়োজনে বিক্ষোভ প্রতিবাদ সমাবেশ করা হয়। সমাবেশে সভাপতিত্ব করেন, জেলা যুবদলের সভাপতি এ্যাডভোকেট ওয়াশিকুর রহমান কল্লোল। এছাড়াও সমাবেশে উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. ফিরোজ আহমেদ, জেলা যুবদলের সহসভাপতি কাইজার হোসেন, সেলিম রেজা, সিদ্দিকুর রহমান, মুন্সি মাহফুজ ইসলাম ডলার, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জিহাদ হোসেন টিক্কা, মুরাদ হোসেন, মিলন শরীফ, থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আমিনুজ্জামান অপু, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মহাসীন আলী সহ বিএনপির নেতা ও কর্মী বৃন্দগণ। সমাবেশের শুরুতেই বিএনপি মিছিল বের করার উদ্দেশ্য বের হলেই পুলিশ এসে বাঁধা দেয়। এরপর বিএনপির দলের সদস্যগণ মাগুরা জেলা বিএনপির কার্যালয় ইসলামপুর পাড়ার অফিসের প্রাঙ্গনের মধ্যে সমাবেশ চালিয়ে যায়।