মাগুরার শ্রীপুর উপজেলার বরালদাহ গ্রামের কৃতিসন্তান বাংলাদেশ পুলিশ বাহিনীর অতিরিক্ত উপ পুলিশ কমিশনার লাবনী আক্তার খুলনা মেট্রোপলিটন পুলিশে কর্মরত ছিলেন ৷
তিনি গত বুধবার রাত আনুমানিক ১১ টার দিকে শ্রীপুর উপজেলার সারঙ্গদিয়া গ্রামে নানা মৃত কুদ্দুস মাষ্টারের বাড়িতে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। তার পিতা মোঃ শফিকুল আজম একজন বীর মুক্তিযোদ্ধা ও নাকোল রাইচন মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক। লাবনী আক্তারের স্বামী মাগুরা সদর উপজেলার হাজিপুর গ্রামের তারেক রহমান বর্তমানে চিকিৎসার জন্য ভারতে অবস্থান। করছে। লাবনী আক্তার খুলনায় অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্তব্যরত ছিল। তাদের দাম্পত্য জীবনে দুটি মেয়ে সন্তান রয়েছে। আত্মহত্যার কারণ এখন পর্যন্ত জানা যায়নি। লাশ পোস্ট মডামের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।