মাগুরা কাটাখালি পশুর হাট স্থানতরিত হয়ে আখসেন্টারের দক্ষিণপাশে ব্যস্ত সময় পার হাট কর্তৃপক্ষের
ফারুক আহমেদ, মাগুরা প্রতিনিধি : মাগুরা কাটাখালি মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের দীর্ঘ দিনের আন্দোলন সংগ্রামের পর গত বুধবার ২৭ জুলাই বেলা ১০ টা থেকে পশু হাটের বিরুদ্ধে মানববন্ধন করে। তারই প্রেক্ষিতে হাট মালিক কর্তৃপক্ষ মাগুরা-যশোর বিশ্বরোড সংলগ্ন আখসেন্টারের দক্ষিণ পাশে জেএল নং ৬৮ দাগে ১ একর জায়গার উপর হাট চালু হচ্ছে। সরেজমিনে শুক্রবার ২৯ জুলাই ৩ টার সময় হাট স্থান থেকে, এ বিষয়ে দৈনিক গ্রামের কাগজের প্রতিনিধি আকরাম হোসেন ইকরাম এই প্রতিবেদক জানান, আসলে কাটাখালি পশু হাট আমার বাড়ির সামনে হওয়াতে আমি অত্যন্ত আনন্দিত ও খুশি হয়েছি। এখানে হাট হওয়াতে এখানের পতিত জায়গা জমির মান, চাহিদা ও জমির মূল্য বেড়ে গেলো। স্থানীয় এলাকার বাসিন্দা নজির হোসেন জানান, কাটাখালি পশু হাট বড়খড়ি মৌজা মঘি ইউনিয়নের ভিতর পড়ায় আমরা এলাকাবাসী গর্বিত। তিনি আরও বলেন, পশুর হাট সবসময় বিশ্বরোডের সাথে হলেই বেপারীদের যাতায়াত সুবিধা ও পর্যাপ্ত নিরাপত্তা সুবিধা পাওয়া যায়। এলাকাবাসীর পক্ষে ইসলাম মোল্লা জানান, এখানে পশুর হাট এসেছে এটা শুনে আমি অত্যন্ত খুশি হয়েছি।