মাগুরায় জেলা বিএনপির কার্যালয়ে লোডশেডিং ও জ্বালানী খাতের অব্যবস্থাপনার বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ
ফারুক আহমেদ, মাগুরা প্রতিনিধি : মাগুরায় সারাদেশে লোডশেডিং ও জ্বালানী খাতে অব্যবস্থাপণার বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। রবিবার ৩১ জুলাই ১১ টার সময় ইসলামপুর পাড়া মাগুরা জেলা বিএনপি কার্যালয়ের প্রাঙ্গণে মাগুরা জেলা বিএনপি এর আয়োজনে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে সভাপতিত্ব করেন, আহবায়ক মাগুরা জেলা বিএনপি আলী আহম্মেদ। প্রধান অতিথির আসনে উপস্থিত ছিলেন, শিক্ষা বিষয়ক সম্পাদক, কার্যনির্বাহী কমিটি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) অধ্যাপক ড. এ. বি. এম ওবায়দুল ইসলাম। বিশেষ অতিথির আসনে উপস্থিত ছিলেন, বিএনপির মনোনীত সংসদ সদস্য মাগুরা ১ আসন আলহাজ্ব মনোয়ার হোসেন খান। সমাবেশের সঞ্চালনা করেন, সদস্য সচিব মাগুরা জেলা বিএনপি মো. আক্তার হোসেন। এছাড়াও উপস্থিত বক্তব্য রাখেন, সভাপতি জেলা যুবদল এ্যাডভোকেট ওয়াশিকুর রহমান কল্লোল, সাধারণ সম্পাদক মো. ফিরোজ আহমেদ, জেলা ছাত্র দলের সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক আবু তাহের সবুজ, জেলা সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক গোলাম জাহিদ, আহবায়ক সদর থানা ছাত্রদল মো. মাহফুজ হাসান, সদস্য সচিব মো. আশরাফুল ইসলাম (রাব্বি), যুগ্ম আহবায়ক জেলা বিএনপি মো. ফারুকুজ্জামান, খান হাসান ইমাম সুজা, আলমগীর হোসেন, মিথুন রায় চৌধুরী, সদস্য জেলা বিএনপি আমিনুর রহমান পিকুল, যুবদলের সদস্য শামীম হোসেন, সদর থানা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জুয়েল রানা, চাউলিয়া ইউনিয়নের রেজাউল করিম, গোলাম মোস্তফা, ওহিদ হোসেন, সোহেল, লিয়াকত, তহিদ, জুয়েল রানা, ওবায়দুল, সদর থানা সাবেক সভাপতি বিএনপি সৈয়দ রফিকুল ইসলাম, জেলা মৎস্যজীবীদল যুগ্ম আহবায়ক মফিজুর রহমান, সিনিয়র সহ সভাপতি জেলা যুবদল মাহফুজুল ইসলাম ডলার, সেচ্ছাসেবক দলের আহবায়ক হাসানুর রহমান হাসু, পৌর বিএনপির আহবায়ক কমিটির মেম্বার ফরিদ খান, জেলা বিএনপি আহবায়ক কমিটি মেম্বার পিকুল খান সহ ৪ উপজেলার নেতা-কর্মী বৃন্দগণ। সমাবেশে প্রধান অতিথি ওবায়দুল ইসলাম ও বিশেষ অতিথি মনোয়ার হোসেন খান বলেন, বর্তমান সময়ে সারাদেশে লোডশেডিং ও জ্বালানি খাতে ব্যাপকভাবে ক্ষতি গ্রস্থ হয়েছে, অতী দ্রুত অপরিকল্পিত কুইক রেন্টালের নামে বিদ্যুৎ ব্যবস্থাকে ধ্বংস করে অবৈধ উপায়ে বিদেশে টাকা পাচার করে দেশের অর্থনৈতিক ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়ায় শেখ হাসিনা সরকারের কঠোর সমালোচনা করেন। অবিলম্বে এই সরকারের পদত্যাগ দাবি করে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সব দলের অংশগ্রহণে জাতীয় নির্বাচন দেয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে অতিথিদের পাশাপাশি মাগুরা বিএনপির অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতা কর্মীরাও বক্তৃতা রাখেন ।