মাগুরায় দাম কমছে না ইলিশের
ইমান উদ্দিন
মাগুরা প্রতিনিধি
ভরা মৌসুমে ইলিশ ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে । অথচ এর কোন প্রভাব পড়ে নাই মাগুরার পুরাতন বাজারে ।
সাগরে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ায় তার প্রভাব নেই মাগুরার বড় বাজার পুরাতন বাজারে। আগের চেয়ে বেশ কম দামে কেনা যাচ্ছে ভেবে ক্রেতারা ভিড় করছে ইলিশ মাছ কিনতে। কিন্তু বাজারে পুরাতন ইলিশ বিক্রি হচ্ছে বলে ক্রেতারা জানিয়েছে। তাই বেশি দামেই বিক্রি হতে দেখা গেছে।
পুরাতন বাজারে এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১৬০০ টাকা দরে, যা রাজধানীতে বিক্রি হচ্ছে ১০০০ হাজার টাকায়। আর মাঝারি সাইজের ইলিশ বিক্রি হচ্ছে ৮৫০ টাকা কেজি দরে। অথচ এই সাইজের ইলিশ ঢাকায় বিক্রি হচ্ছে ৬৫০ টাকা কেজি। দাম না কমায় ইলিশের বাজারে গিয়ে ক্রেতারা ক্ষোভ প্রকাশ করছেন ।