মোটা অংকের ঘুষ দিয়ে ঘড় পেলেন না দিনমজুর মাসুদ রানা
জয়পুরহাট প্রতিনিধি: ১০ আগস্ট/
সরকারি ঘর দেওয়ায় কথা বলে অসহায় এক দিনমজুরের কাছ থেকে মোটা অংকের টাকা নেওয়ার অভিযোগ উঠেছে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আয়মারসুলপুর ইউপির এক ইউপি সদস্যের বিরুদ্ধে।
ঘর এবং টাকা না পেয়ে অসহায় দিনমজুর এঘটনার প্রতিকার চেয়ে সোমবার (৮ আগস্ট) পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর একটি লিখিত অভিযোগ করেছেন।
লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, গত ৪ বছর পূর্বে ১৫ দিনের মধ্যে সরকারি ঘর বরাদ্দ দিবে বলে পাঁচবিবি উপজেলার আয়মারসুলপুরের ছোট মানিক এলাকার দিনমজুর মাসুদ রানার কাছ থেকে ৬০ হাজার টাকা দাবি করেন ওই ইউনিয়নের ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান জাকির হোসেন ওরফে জাকের মেম্বার। ওই দিনমজুর সরল বিশ্বাসে মেম্বারকে নগদ ৫০ হাজার টাকা দেন এবং অবশিষ্ট ১০ হাজার টাকা ওই ঘর নির্মাণের সময়ে চান জাকির মেম্বার।
দিনমজুর মাসুদ রানা বলেন, আমি মেসি গাড়ি চালিয়ে পরিবারের সাতজন সদস্যের খরচ বহন করতে হয়। আমার থাকার মতো নিজস্ব কোন জায়গা নেই। একটি সরকারি ঘর পাওয়ার আশায় স্থানীয় ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান জাকির হোসেনকে ৫০ হাজার টাকা দিয়েছি। এখন ওই টাকা ফেরৎ দেওয়ার কথা বললে মেম্বর এড়িয়ে যায় এবং টাকা ফেরৎ দিবে না বলে সাফ জানিয়ে দেয়। আমি নিরুপায় হয়ে উপজেলার নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে একটি লিখিত অভিযোগ করেছি।
এ ব্যাপারে আয়মারসুলপুর পরিষদের ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান জাকির হোসেন বলেন, এবিষয়ে আমি কিছুই জানিনা। আপনারা যা করার করেন।
উপজেলা নির্বাহী অফিসার মো. বরমান হোসেন বলেন, ৪ বছর আগে সরকারি ঘর দেওয়ার নামে টাকা নেওয়ার বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তাধীণ আছে। তদন্তে সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।