মাগুরায় ভয়াবহ গ্রেনেড হামলার প্রতিবাদে আওয়ামীলীগের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
মোঃ রনি আহমেদ রাজু স্টাফ রিপোর্টার
মাগুরায় ভয়াবহ গ্রেনেড হামলার প্রতিবাদে জেলা আওয়ামীলীগের বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। রবিবার ২১ আগস্ট সকাল ১০ টার সময় নোমানী ময়দানের সড়ক হতে শহরের ভিতরে বিশাল মিছিলের বহর যায়। তৎকালীন ২০০৪ সালের ২১ আগস্ট বিএনপি-জামাত এর যোগসাজশে ২১ আগস্ট তারিখে সারাদেশ ব্যাপী নারকীয় গ্রেনেড হামলার ভয়াল সেই দিনের অনেক লোকজনের মৃত্যু হয়। আর সেই সাথে আজও অনেক লোকজন পঙ্গুত ও শারীরিক অক্ষমতায় বেচে আছে। সেদিন বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসবিরোধী শান্তি সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলার প্রতিবাদে ১৮ তম বার্ষিকীতে মাগুরা জেলা আওয়ামীলীগ কর্তৃক আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথি ছিলেন, মাননীয় সংসদ সদস্য মাগুরা-১ আলহাজ্ব এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর ও মাননীয় সংসদ সদস্য মাগুরা-২ এ্যাডভোকেট ডঃ শ্রী বীরেন শিকদার। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি আফম আব্দুল ফাত্তাহ, সাধারণ সম্পাদক বাবু পঙ্কজ কুমার কুন্ডু, সাবেক যুব ও ক্রীড়া সম্পাদক এ্যাডভোকেট শাখারুল ইসলাম শাকিল, সাবেক যুব ও ক্রীড়া সম্পাদক মুস্তাফিজুর রহমান স্বপন, বাংলাদেশ কৃষক লীগের সদস্য এ্যাডভোকেট মিরুল হাসান, কৃষক লীগের সভাপতি এ্যাডভোকেট মইনুল ইসলাম পলাশ, জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক আলি আহ্মেদ আহাদ , থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, হাজরাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন, স্বেচ্ছাসেবকলীগের সদস্য ফিরোজ আহমেদ সহ মাগুরা জেলা আওয়ামীলীগের সবস্তরের নেতা-কর্মী বৃন্দগণ।মাগুরা জেলা ছাত্রলীগ, জেলা যুবলীগ, জেলা মৎসজীবীলীগ,জেলা কৃষক লীগ, জেলা শ্রমিকলীগ, জেলা স্বেচ্ছাসেবক লীগ, জেলা শ্রমিক লীগ সহ অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ কে ধন্যবাদ জানান প্রধান অতিথি মহোদয়।