মাগুরায় এডিবি টিমের সাথে পৌরসভার মেয়র খুরশিদ হায়দার টুটুলের বিশেষ সভা অনুষ্ঠিত
ফারুক আহমেদ, স্টাফ রিপোর্টার : মাগুরায় এডিবি তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ (সেক্টর) প্রকল্প (ইউজিআইআইপি-৩) এর আওতায় এডিবি ঋৃণ পর্যালোচনা মিশন টিম এর সাথে মাগুরা পৌরসভার বিশেষ সভা অনুষ্ঠিত করা হয়। বৃহস্পতিবার ১১ আগস্ট দুপুর ২ টার সময় মাগুরা পৌরসভার মিলনায়তন ভবনে দিনব্যাপী মাগুরা পৌরশোভায় (ইউজিআইআইপি-৩) প্রকল্পের অগ্রগতির উপস্থাপনা বিষয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন, প্যানেল মেয়র-১ মাগুরা পৌরসভা মকবুল হোসেন মাকুল। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, মেয়র মাগুরা পৌরসভা খুরশীদ হায়দার টুটুল। এরপর এডিবি প্রকল্প পরিচালক ও টিম সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিনিয়র প্রজেক্ট অফিসার (আরবান ইনফ্রাস্ট্রাকচার) ও এডিবি মিশন লিডার অমিত দত্ত রায়, সিনিয়র ফিনানসিয়াল ম্যানেজমেন্ট অফিসার এডিবি মনজুরুল আহমেদ, সিনিয়র প্রজেক্ট অফিসার (ইনভায়রনমেন্ট) এডিবি ফরহাদ জাহান চৌধুরী, প্রজেক্ট এনালিস্ট এডিবি সোহেল রানা, এসোসিয়েট সেফগার্ড এনালিস্ট এডিবি মিনহাজুর রহমান খান, ছালমা জাহান, জেন্ডার স্পেশালিষ্ট (কনসালটেন্ট) এডিবি সুরাইয়া জেবিন, প্রকল্প পরিচালক ইউজিআইআইপি-৩ এ কে এম রেজাউল ইসলাম। সভায় উপস্থিত ছিলেন, মাগুরা পৌরসভার (টিএলসিসি) কমিটির সদস্য সমীর চক্রবর্তী, লিপিকা দত্ত, শ্রাবন্তী গোস্বামী, হাসি রাণী বিশ্বাস, রত্না বেগম, কৃষ্ণা সরকার, ববিতা, হুমায়ন কবির রাজা, গিয়াস উদ্দিন আহমেদ, আব্দুল লতিফ বিশ্বাস, সাইদুর রহমান, বিশ্বনাথ হেলা, আব্দুল জব্বার, এনামুল কবির, (ডাবলুসি) কমিটির সদস্য রুহুল আমিন, বাকী ইমাম, আবু হাসিব খান, জেসমিন আরা খাতুন, ইকবাল হোসেন চান, রেহেনা খাতুন, (এসআইসি) কমিটির সদস্য কাকলী কর্মকার, দেবী রানী। পৌরসভার ওয়ার্ড কমিটির সদস্য, দরিদ্র জনগোষ্ঠীর প্রতিনিধি, আত্মনির্ভরশীল নারী সদস্য সহ গণ্যমান্য ব্যক্তিগণ সভায় উপস্থিত ছিলেন। পৌরসভার কাউন্সিলরদের মধ্যে শাকিব হাসান তুহিন, রেজাউল বিশ্বাস, লিয়াকত আলী উপস্থিত ছিলেন। পৌরসভার মেয়র খুরশিদ হায়দার টুটুল বলেন, এডিবির টিমের সদস্যরা দীর্ঘ ৫ টি বছর ধরে মাগুরা জেলার কয়েকটি উন্নয়ন মূলক কাজ করেছেন, তার মধ্যে উল্লেখযোগ্য শিমুলিয়া এলাকার পয়ঃনিষ্কাশন ও বজ্রশোধনাগার। এডিবির প্রকল্প পরিচালক রেজাউল ইসলাম বলেন, মাগুরা জেলায় আমার টিমের সদস্যরা স্বতঃস্ফূর্ত ভাবে উন্নয়ন মূলক কাজ সমাপ্তি করেছে। তিনি বর্তমান মাগুরা পৌরসভার জনবান্ধব মেয়র খুরশিদ হায়দার টুটুল মহোদয়কে সবসময় সার্বিক ভাবে পাশে থাকা ও খোঁজ খবর নেওয়ার জন্য অশেষ ধন্যবাদ ও ভূয়সী প্রশংসা করেন।