বরুড়ায় অটোরিক্সা ছিনতাই কারী দুই আসামী পুলিশের হাতে গ্রেফতার
মোঃ রনি আহমেদ রাজু স্টাফ রিপোর্টার
বরুড়ায় ছিনতাইকৃত অটোরিক্সা সহ দুই জন ছিনতাইকারী গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে বরুড়া থানা সূত্রে জানা যায় মোঃ জুয়েল (২০), পিতা-মোঃ দুলাল, সাং-আদমসার (দক্ষিণ পাড়া, শহর আলী দরবেশের বাড়ী), থানা-বরুড়া, জেলা-কুমিল্লা গত ২৭ শে সেপ্টেম্বর সকাল অনুমান ০৯টায় তাহার নিজ বাড়ি হইতে অটোরিক্সা নিয়ে বাহির হইয়া বরুড়া থানাধীন আদমপুর থেকে ইরানী বাজার যায়। সকাল অনুমান ১০.০০ টার দিকে ইরানি বাজার হইতে ছিনতাইকারী আসামী ১। মোঃ শামীম(৩৫), পিতা-মোঃ জালাল ,স্থায়ী: গ্রাম- ধামতী বোশনা, থানা- দেবীদ্বার, জেলা- কুমিল্লা, ২. নূরজাহান মাহিনুর(৪০), পিতা-নূরুল ইসলাম খলিল ,স্থায়ী: গ্রাম- নুরমানিকচর (মধ্য পাড়া) , থানা- দেবীদ্বার, জেলা- কুমিল্লাদ্বয় যাত্রীবেশে বিয়ের বাজার করিবে মর্মে বাদীর অটোরিক্সা রিজার্ভ ভাড়া করিয়া বুড়িচং থানাধীন নিমসার বাজারের দিকে রওনা হয়ে সকাল আনুমানিক ১০.১৫’র সময় বরুড়া থানাধীন আদমসার বাজারস্থ জনৈক ইয়াছিনের “স” মিলের দক্ষিণ পাশে রাস্তায় পৌঁছামাত্র বাদীর পাশের সিটে বসা আসামী মোঃ শামীম(৩৫) বাদীকে জোরপূর্বক অটোরিক্সা হইতে লাথি মারিয়া ফেলে দিয়ে অটোরিক্সা নিয়ে পালাইয়া যাওয়ার সময় বাদীর শোর চিৎকারে স্থানীয় লোকজন আসামীদ্বয়কে ছিনতাইকৃত অটোরিক্সা সহ আটক করে। পরবর্তীতে বরুড়া থানা পুলিশ সংবাদ পাইয়া ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুই ছিনতাইকারীকে গ্রেফতারসহ ছিনতাইকৃত অটোরিক্সা উদ্ধার করে। বর্ণিত বিষয়ে অটো চালক মোঃ জুয়েল একটি লিখিত এজাহার দায়ের করিলে বরুড়া থানার মামলা নং-১৭ তারিখ-২৭/০৯/২০২২, ধারা- আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) (সংশোধন) আইন, ২০১৯ এর ৪/৫ রুজু করা হয়।