টাঙ্গাইল জেলায় শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মনোনীত হলেন মাজহারুল আমিন।
রনি আহম্মেদ রাজু
টাঙ্গাইল জেলা পুলিশের আয়োজনে মাসিক কল্যান ও অপরাধ পর্যালোচনা সভা ২০২২ইং অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে ২০২২ইং সালের অক্টোবর মাসে বিশেষ কাজের স্বীকৃতি স্বরূপ শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে মনোনীত হয়েছেন মধুপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাজহারুল আমিন বিপিএম।
তিনি গত অক্টোবর মাসে খুব অল্প সময়ের মধ্যে মধুপুর উপজেলায় অপরাধ দমনে সক্রীয় ভুমিকা রেখেছেন। এছাড়াও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মামলার আসামি গ্রেফতার এবং দন্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার করে বিশাল সাফল্য অর্জন করেন। এরই ধারাবাহিকতায় জেলা পুলিশের উর্ধতন কর্তৃপক্ষের উপস্থিতিতে টাঙ্গাইল জেলা পুলিশ সুপার তার কাজের স্বীকৃতি স্বরূপ এই সম্মাননা প্রদান করেন।