ওসি এসপিদের তথ্য সংগ্রহ করতে নেতা-কর্মীদের কাছে বিএনপির চিঠি
বিএনপির নেতা-কর্মীদের গুম, খুন এবং তাদের বিরুদ্ধে মিথ্যা ও গায়েবি মামলার সাথে সংশ্লিষ্ট ওসি, এসপিসহ অন্যান্য কর্মকর্তাদের বিষয়ে তথ্য জানতে চেয়ে সারা দেশে চিঠি পাঠিয়েছে দলটি।
চিঠিতে বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলার সাথে জড়িত, বাদী, তদন্তকারী বা তদারককারী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নাম ও পরিচয় জানাতে বলা হয়েছে।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরে এই চিঠিটি সকল জেলা ও মহানগরের সভাপতি এবং সাধারণ সম্পাদকের কাছে পাঠানো হয়েছে।
এতোদিন ধরে সারা দেশে মামলা, গ্রেপ্তার এবং আসামীর তথ্য সম্পর্কে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় তথ্য সংগ্রহ করতো। কিন্তু এখন থেকে সেসব মামলার বাদী, তদন্তকারী কর্মকর্তা, সংশ্লিষ্ট ওসি এবং উর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়েও তথ্য সংগ্রহ শুরু করা হচ্ছে।
এই বিষয়ে জানতে চাওয়া হলে পুলিশ সদর দপ্তরের মুখপাত্র মোঃ মনজুর রহমান রাজনৈতিক কোন বিষয়ে মন্তব্য করতে চাননি। তিনি বিবিসি বাংলাকে বলেন, ‘’আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব থেকে পুলিশ যা করনীয়, পুলিশ শুধুমাত্র সেটাই করে।‘’
কী বলা হয়েছে চিঠিতে
বাংলাদেশের সব মহানগর ও জেলা পর্যায়ের সভাপতি বা আহবায়ক এবং সাধারণ সম্পাদক বরাবর গত ১৮ই মে চিঠিটি পাঠানো হয়েছে।
বিএনপির প্যাডে পাঠানো ওই চিঠিতে বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে খুন-গুম, মিথ্যা ও গায়েবি মামলা সংক্রান্ত প্রয়োজনীয় তথ্যাদি পাঠাতে বলা হয়েছে।