সড়ক দুঘর্টনায় ঘাটাইলের ২জন নিহত
মোঃ সবুজ সরকার সৌরভ,
ঘাটাইল(প্রতিনিধিঃটাঙ্গাইলের মধুপুরে সড়ক দুঘর্টনায় ঘাটাইলের দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই বন্ধু ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ ঘটনায় তাদের সঙ্গে থাকা আরও একজন গুরুতর আহত হয়েছেন।রোববার (৪ জুন) সকাল সাড়ে ১১টার দিকে মধুপুর উপজেলার গারোবাজার- কাকরাইদ মহাসড়কের হাজীবাড়ী মোড় নামক স্থানে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটে।মধুপুর থানার (এসআই) মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।নিহতরা হলেন— ঘাটাইল উপজেলার টেপি কুশারিয়া এলাকায় মো. সুরুজ আলীর ছেলে ছাব্বির আলম (১৮), মো. রমজান আলীর ছেলে হামিদ (১৬)। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আনিসুর রহমানের ছেলে সাদিক(১৮)। হতাহতরা তিন বন্ধু ছিলেন। আহত সাদিককে স্থানীয়রা উদ্ধার করে পাশ্ববর্তী ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে।এসআই মামুন জানান, মোটরসাইকেল যোগে তিনবন্ধু নেদুর বাজার থেকে গারোবাজার যাচ্ছিলেন। পথিমধ্যে তারা হাজীবাড়ী মোড় নামক স্থানে পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে ছিটকে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই বন্ধু মারা যায় এবং আহত হন আরেক বন্ধু।তিনি আরও জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে মধুপুর থানায় আনা হয়েছে। আহত সাদিককে উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠিয়েছেন স্থানীয়রা। মরদেহের সুরতহাল করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবেটাঙ্গাইলের মধুপুরে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই বন্ধু ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ ঘটনায় তাদের সঙ্গে থাকা আরও একজন গুরুতর আহত হয়েছেন।রোববার (৪ জুন) সকাল সাড়ে ১১টার দিকে মধুপুর উপজেলার গারোবাজার- কাকরাইদ মহাসড়কের হাজীবাড়ী মোড় নামক স্থানে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটে।মধুপুর থানার (এসআই) মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।নিহতরা হলেন— ঘাটাইল উপজেলার টেপি কুশারিয়া এলাকায় মো. সুরুজ আলীর ছেলে ছাব্বির আলম (১৮), মো. রমজান আলীর ছেলে হামিদ (১৬)। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আনিসুর রহমানের ছেলে সাদিক(১৮)। হতাহতরা তিন বন্ধু ছিলেন। আহত সাদিককে স্থানীয়রা উদ্ধার করে পাশ্ববর্তী ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে।এসআই মামুন জানান, মোটরসাইকেল যোগে তিনবন্ধু নেদুর বাজার থেকে গারোবাজার যাচ্ছিলেন। পথিমধ্যে তারা হাজীবাড়ী মোড় নামক স্থানে পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে ছিটকে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই বন্ধু মারা যায় এবং আহত হন আরেক বন্ধু।তিনি আরও জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে মধুপুর থানায় আনা হয়েছে। আহত সাদিককে উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠিয়েছেন স্থানীয়রা। মরদেহের সুরতহাল করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।