মো:
রনি আহমেদ রাজু ক্রাইম রিপোর্টার : মাগুরা মহম্মদপুর উপজেলার দীঘা ইউনিয়ন
আওয়ামী লীগ ও মহম্মদপুর উপজেলা আওয়ামী লীগ উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মোঃ
জাফর সাদিক স্মার্ট উপজেলা করতে হলে বেশকিছু গুরুত্বপূর্ণ কাজগুলি অবশ্য
করনীয় বলে মনে করেন।
তিনি
মনে করেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার উপজেলা পরিষদের চেয়ারম্যান সবাই হতে
চায় কিন্তু নির্বাচিত হয়ে কে কি করবেন তা কিন্তু কেউই বলেন না।
মাননীয়
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্মার্ট বাংলাদেশ গড়বেন সবাই বলছেন
স্মার্ট উপজেলা করবে কিন্তু ঐটা করতে হলে কি কি কাজ করতে হবে সেটা কিন্তু
কেউই বলছেন না। স্মার্ট উপজেলা করতে হলে সবার আগে নিজেকে স্মার্ট করে গড়তে
হবে এবং নিজে সৎ হতে হবে। নিজেকে সমস্ত লোভ লালসা থেকে বের করে আনতে হবে।
প্রতিটি কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। নিজে সৎ ও সত্য কথা
বলার অভ্যাস গড়ে তুলতে হবে। সর্ব অবস্থায় মিথ্যা কথা বলা বন্ধ করতে হবে।
সমস্ত প্রকার অলসতা পরিহার করে সময়ের কাজ ঠিক সময়ে করতে হবে। সমাজ থেকে
সর্ব প্রকার অন্যায় অপকর্ম সন্ত্রাস, নেশা ও মাদকের ব্যবহার ও বিপণন বন্ধ
করতে হবে। সমাজের প্রতিটা স্তরে আইন শৃঙ্খলার উন্নয়ন ও প্রয়োগ নিশ্চিত করতে
হবে। সামাজিক উন্নয়নে মেধাবী শিক্ষার্থী বৃত্তি ও দরিদ্র তহবিল গঠন করে
তাদেরকে সাহায্য করতে হবে। বেকার সমস্যা সমাধানের জন্য ছোট মাঝারি শিল্প
গড়ে তুলতে হবে। সমাজে কর্ম পরিধি বাড়িয়ে যুব সমাজকে উন্নয়নের অংশীদার করতে
হবে। গ্রাম বাংলার প্রতিটা হাট-বাজার, রাস্তা-ঘাট পর্যায়ক্রমে একটা
পরিকল্পনার আওতায় নিয়ে আসতে হবে। উপরোক্ত কর্ম পরিকল্পনা পর্যায়ক্রমে
বাস্তবায়নের মাধ্যমেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ
গড়া সম্ভব।
তবে যারা
উপরোক্ত কাজগুলো করবে বা করতে পারবে সবার মধ্য থেকে তেমন একজনকে বেছে নিয়ে
তার জন্য কাজ করবো, আর যদি মনে করি কেউই পারবে না তবে কারও জন্যই কাজ করবো
না।
ডিজিটাল ও স্মার্ট বাংলাদেশ সম্বন্ধে তিনি আরও বলেন, রাজনীতিতে অসৎ ও দূর্নীতিবাজ
লোকদের
দৌরাত্বে রাজনীতি থেকে সৎ যোগ্য পরিচ্ছন্ন ও গ্রহণযোগ্য লোকগুলো দিন দিন
হারিয়ে যাচ্ছে। ডিজিটাল বাংলাদেশ মানে স্বয়ংক্রিয় বাংলাদেশ। অর্থাৎ কারো
সাহায্য সহযোগিতা ছাড়া নিজের পায়ে নিজে দাঁড়ানো। নিজের করোনীয় কাজ যথা
সময়ে নিজেই করে ফেলা।
স্মার্ট
বাংলাদেশ মানে অত্যাধুনিক পরিস্কার পরিচ্ছন্ন সর্বাধিক আকর্ষনীয় ও
দৃষ্টিনন্দন। সবার আগে নিজেকে স্মার্ট হিসাবে প্রতিষ্ঠিত বা তৈরি করতে হবে।
সদা সত্য কথা বলার অভ্যাস গড়ে তুলতে হবে। যে কোন অবস্থায় মিথ্যা বলা
পরিহার করতে হবে। সব কাজে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। সর্বকাজে নিজেকে
জবাবদিহিতার জন্য প্রস্তুত থাকতে হবে। দলমতের উর্ধ্বে সবার কাছে নিজেকে
গ্রহণযোগ্য করে গড়ে তুলতে হবে। সর্বপরি বিনয়ী সদালাপী ও ভদ্র আচরণ করতে
হবে।
বীর মুক্তিযোদ্ধা মোঃ জাফর সাদিক সবশেষে মনে করেন, উপরোক্ত গুণাবলি থাকলেই শুধুমাত্র তার দ্বারা স্মার্ট উপজেলা গড়ে তোলা সম্ভব।
পর্ব-২