সাকিনা মেমোরিয়াল গার্লস হাই স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত।
শহিদুল ইসলাম: ধনবাড়ী প্রতিনিধি
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার ঐতিহাসিক নারী শিক্ষা প্রতিষ্ঠান সাকিনা মেমোরিয়াল গার্লস হাই স্কুলের প্রাঙ্গনে ৬ ও ৭ ফেব্রুয়ারি দুই দিন ব্যাপী স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে মো.মাহবুবুর রহমান খান খসরু প্রধান শিক্ষক সাকিনা মেমোরিয়াল গার্লস হাই স্কুল এর সার্বিক দিক নির্দেশনায়,
সহকারি শিক্ষক মুহাম্মাদ সোলায়মান আকন্দ এর সঞ্চালনায় , মীর আব্দুর রাজ্জাক মেহফুজ, সভাপতি, ম্যানেজিং কমিটি, সাকিনা মেমোরিয়াল গার্লস হাই স্কুল এর সভাপতিত্ত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোহাম্মদ মনিরুজ্জামান বকল ,মেয়র ধনবাড়ী পৌরসভা,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মো: নজরুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার মাধ্যমিক শিক্ষা অফিস, ধনবাড়ী, আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ জহিরুল ইসলাম মিলন সাধারণ সম্পাদক ধনবাড়ী উপজেলা প্রেসক্লাব সহ সম্মানিত অতিথিবৃন্দ ।
অনুষ্ঠান শুরুতে প্রধান অতিথি ,বিশেষ অতিথি এবং আমন্ত্রিত অতিথিদের
কে বিদ্যালয়ে চৌকস স্কাউটদল ও গার্ল গাইডস দলের গার্ড অব অনারের মাধ্যমে স্বাগত জানানোর মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর পবিত্র কুরআন তেলাওয়াত ও পবিত্র গীতা থেকে পাঠ শেষে জাতীয় সংগীত পরিবেশন ও পতাকা উত্তোলন করা হয়। প্রধান অতিথি , বিশেষ অতিথি এবং আমন্ত্রিত অতিথিদের ফলেল শুভেচ্ছা জানানো হয়।
বিদ্যালয়ের ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন করেন প্রধান অতিথি মুহাম্মদ মনিরুজ্জামান বকল মেয়র ধনবাড়ী পৌরসভা ।
স্বাগত বক্তব্যে প্রধান শিক্ষক মাহবুবুর রহমান খান খসরু বলেন, শিক্ষক ও মাতাপিতাকে সম্মান করতে হবে, মনের ভিতরে স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য একটি আদর্শ মেনে চলতে হবে। যে আদর্শ তোমার স্বপ্নকে মহান করবে, দেশ ও জাতির উন্নয়নে ভূমিকা রাখবে। শিক্ষক ও শিক্ষার্থীদের ক্রীড়া ও সংস্কৃতি চর্চার গুরুত্ব তুলে ধরার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা গ্রহণে ওপর গুরুত্ব দেওয়ার দরকার বলে তিনি মনে করেন।
তিনি আরো বলেন , নারী শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে যে সকল সুযোগ সুবিধা থাকার দরকার যে নিরাপত্তার বেস্টনি দরকার তা পর্যাপ্ত নেই ,তিনি উপস্থিত আমন্ত্রিত অতিথি ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি কে বিষয়টি গুরুত্তের সাথে দেখার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি একাডেমিক সুপারভাইজার মাধ্যমিক শিক্ষা অফিস, ধনবাড়ী,মো: নজরুল ইসলাম তার বক্তব্যে বলেন , সাকিনা মেমোরিয়াল গার্লস হাই স্কুল সুনামের সাথে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে , তিনি প্রতিষ্ঠানের কর্যক্রমের প্রসংসা করেন ।
অনুষ্ঠানে প্রধান অতিথি মেয়র ধনবাড়ী পৌরসভা মোহাম্মদ মনিরুজ্জামান বকল তার বক্তব্যে বলেন , শিক্ষা, খেলাধূলা এবং সংস্কৃতি একে অপরের পরিপূরক। ক্রীড়া, শিল্প-সাহিত্য, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটে। যার ফলে শিক্ষার্থীরা নিজেদের সুনাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলতে পারে। শিক্ষাপ্রতিষ্ঠানে লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চায় সমান গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, প্রতিযোগিতার মধ্য দিয়ে শিশুদের মেধা ও মননের বিকাশ ঘটে শিক্ষার্থীদের শুধুমাত্র পড়ালেখা করলে হবে না, এর পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম হিসাবে ক্রীড়া, শিল্প-সাহিত্য ও সাংস্কৃতিক চর্চা নিয়মিতভাবে করতে হবে। তবেই শিক্ষার্থীর সৃজনশীলতা, মননশীলতা বিকশিত হবে। প্রতিটি শিক্ষার্থীকে ভালো ছাত্র হওয়ার আগে অবশ্যই একজন মানবিক গুণাবলী সম্পন্ন ভালো মানুষ হতে হবে। বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে ‘সোনার মানুষ’ হিসেবে গড়ে উঠতে শিক্ষার্থীদের আন্তরিক প্রয়াসী হওয়ার প্রতিও সকলে আহ্বান জানান।
বার্ষিক ক্রীড়ার চূড়ান্ত পর্ব অনুষ্ঠানের পর এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থী ও সাংস্কৃতিক দল কবিতা আবৃত্তি, সংগীত ও নৃত্য পরিবেশন করে। এরপর বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।