মো: রনি আহমেদ রাজু,ক্রাইম রিপোর্টার : মাগুরা শালিখা উপজেলার তালখড়ি ইউনিয়নের তিলখড়ি গ্রামের ইউনিয়ন ভূমি অফিসের অফিস সহায়ক সঞ্জয় বিশ্বাস (৩৭) ইয়াবা ট্যাবলেট সহ পুলিশের হাতে গ্রেফতার। শালিখা থানার মামলা নং - ০৬ সূত্রে জানা যায়,
গত রবিবার ১১ ফেব্রুয়ারী রাত ৮.৩৫ টার সময় পুলিশের একটি চৌকস টিম তিলখড়ি গ্রামের সুধাংশু বিশ্বাসের পুত্র সঞ্জয় বিশ্বাসের কাছে থেকে নিজ বাড়ির পশ্চিম পাশে টিনের ঘর থেকে একটা সাদা স্বচ্ছ পলিথিনের ব্যাগ থেকে ৩০ পিস লাল রংয়ের ইয়াবা ট্যাবলেট ও নগদ ১৭৫০ টাকা উদ্ধার করে। এসময়ে ইয়াবা ট্যাবলেট উদ্ধারের সময় পুলিশের সাথে ছিলো স্বাক্ষী তিলখড়ি গ্রামের জমির হোসেন, লিপি আক্তার, পশুপতি বিশ্বাস, এএসআই আরিফ উদ্দিন, এএসআই আব্দুল গণি মিয়া। শালিখা থানার অফিসার ইনচার্জ মো: নাসির,দৈনিক সময়ের প্রত্যাশার সাংবাদিকে বলেন গ্রেফতারকৃত আসামি সঞ্জয় বিশ্বাসকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট সহ মাগুরা আদালতে চালান করে দেওয়া হয়েছে, গ্রেফতারকৃত ও আদালতে চালানকৃত সঞ্জয় বিশ্বাস মাগুরা মহম্মদপুর উপজেলার বিনোদপুর ইউনিয়ন ভূমি অফিসের অফিস সহায়ক পদে চাকরি করে বলে জানা গেছে।