মাগুরায় ০৮ কেজি গাঁজা সহ ১ নারী মাদকব্যবসা
মোঃ রনি আহমেদ রাজু মাগুরা জেলা প্রতিনিধি:মাগুরা জেলা পুলিশ সুপার জনাব মোঃ মশিউদ্দৌলা রেজা পিপিএম(বার), এর নির্দেশে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিমালা অনুসারে, কঠোর অবস্থান গ্রহণ করে মাদক উদ্ধারে ব্যাপক অভিযান পরিচালনা করে ৮ কেজি গাঁজা সহ মহিলা মাদক সম্রাজ্ঞি কে গ্রেফতার করতে সক্ষম হয়। এরই ধারাবাহিকতায় মাগুরার জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অফিসার ইনচার্জের তত্বাবধানে,
এসআই(নিঃ) মোঃ আছাদুজ্জামান এর নেতৃত্বে অনুমান ০৯:৪৫ ঘটিকার সময় মাগুরা সদর থানাধীন, ভায়নার মোড়ের দও ফিলিং স্টেশনের পূর্ব পাশে যাত্রী ছাউনীর সামনে হইতে ০৮ কেজি গাঁজাসহ, কুখ্যাত মাদক ব্যবসায়ী মোছা: সাথী খাতুন (২৪), পিতা- মো: কিবলু ফকির, গ্রাম-সত্যবানপুর, থানা-মাগুরা সদর, জেলা-মাগুরাকে গ্রেফতার করা হয়েছে, এ সংক্রান্তে সংশ্লিষ্ট মাগুরা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এ মামলা রুজু করা হয়েছে।