ট্রাকের ব্যাটারি চুরি করতে গিয়ে ধরা খেয়েছে এক যুবক।
মো নাহিদুর রহমান শামীম মানিকগঞ্জ জেলা পতিনিধি
মানিকগঞ্জের, হরিরামপুর উপজেলার, ঝিটকা গরুর হাট এলাকা থেকে ট্রাকের ব্যাটারি চুরি করে, পালানোর সময়, ট্রাকের মালিকের হাতে ধরা পড়ে চোর।
ঘটনাটি আজ ভোর সাড়ে ৬টার দিকে, গালা ইউনিয়নের ঝিটকা গরুহাটা এলাকায় হয়।
জানা যায়, আজকে ভোর সাড়ে ৬টার দিকে, ঝিটকা গরুহাটে পার্কিং করে রাখা সুজন মিয়ার ট্রাকের ব্যাটারিটি চুরি করে নিয়ে যাচ্ছিলো, যা শিকল দিয়ে তালা বদ্ধ ছিলো,।
কান্দালংকা গ্রামের, গালা ইউনিয়নের, ২নং ওয়ার্ডের বিলু মোল্লার ছেলে, মাদকাসক্ত, জীবন মোল্লা (২৫) এই কাজ টি করে।
বিষয়টি দেখেন, ট্রাকের মালিক সুজন মিয়ার মা, হোসনে আরা বেগম।
পরে তিনি কৌশলে তার ছেলেকে ডেকে এনে, গরুহাটা থেকে ৩০০ গজ দূরে, তালেব মাস্টারের বাড়ির সামনের, পাকারাস্তা থেকে চোরকে ব্যাটারি সহ আটক করে।
পরে ৯৯৯ এ কল দিয়ে চোরকে পুলিশে সোর্পদ করেন।
এদিকে মুঠোফোনে হরিরামপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ নূর এ আলম জানান, ‘ব্যাটারি চোরকে থানায় আনা হয়েছে। আমি বাদীকে আসতে বলেছি। তারা এসে অভিযোগ দিলেই মামলা নিয়ে নেব।’