জলঢাকায় নবনির্বাচিত এমপি সাদ্দাম হোসেন পাভেলকে গণসংবর্ধনা
আশীষ বিশ্বাস
নীলফামারী জেলা প্রতিনিধিঃ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-৩ (জলঢাকা) আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য তরুণ্যের অহংকার সাদ্দাম হোসেন পাভেলকে গণসংবদর্ধনা দিয়েছে স্থানীয় জণগণ।
দুপুর ১২টায় জলঢাকা পৌরসভার রাজারহাট ফুটবল খেলার মাঠে এ সংবর্ধণা দেওয়া হয়। গত ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সতন্ত্র প্রাথী হিসেবে অংশ নিয়ে বিপুল সংখ্যক ভোটে নির্বাচিত হন তিনি। শপথ গ্রহনের পর এই প্রথম গণসংবর্ধনা পেলেন নবনির্বাচিত সংসদ সদস্য সাদ্দাম হোসেন পাভল।
স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের আয়োজনে রাজারহাট খেলার মাঠে এ সর্ংবধণা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। এসময় উপস্থিত আয়োজক বৃন্দরা নবনির্বাচিত এমপকেি ফুল দিয়ে বরণ করেন। সংর্বধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জলঢাকা পাইলট মডেল স্কুলের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক আতিয়ার রহমান। অনুষ্ঠানে এমপির সফর সঙ্গীরাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এসময় নবনির্বাচিত সংসদ সদস্য সাদ্দাম হোসেন পাভেল বলেন,৷ স্বাধীনের পর এই প্রথম নীলফামারী-৩ জলঢাকা আসনে একজন সতন্ত্র প্রার্থী আমি সাদ্দাম হোসেন পাভেল নির্বাচিত হয়েছি আপনাদের ভোটে। তাছাড়া আমার বয়স, কম বয়সে এর আগে কেউ এমপি হয়নি। আমার বিজয় হয়নি, বিজয় অর্জন করেছেন আপনারা। আমাকে বিজয় করে নজির স্থাপন করেছেন, তাই আমি আপনাদের কাছে চির কৃতজ্ঞ। আপনারা আমাকে স্যার বলবেন না, ভাই, ভাতিজা অথবা নাম ধরে ডাকবেন। আমি জণগণকে সাথে নিয়ে আগামী দিনগুলো চলতে চাই।
আমি কোন দলের এমপি নই, আমি জনগনের এমপি। তিনি বলেন, আপনারা ভয় করবেন না, আমি বেঁচে থাকতে কোন অপশক্তি আপনাদের কিছুই করতে পারবে না, আপনারা আল্লাহর উপর ভরসা রাখবেন। তিনি আরো বলেন, আগামী স্থানীয় সরকারের অধীনে উপজেলা পরিষদসহ যে সকল নির্বাচন আসবে আপনাদের মনোগত প্রার্থীকে জিতিয়ে নিবেন। কোন দালালের কথায় কাউকে ভোট দিবেন না।