শিবালয় উপজেলায় আফিম চাষ
মো নাহিদুর রহমান শামীম মানিকগঞ্জ জেলা পতিনিধি
মানিকগঞ্জ শিবালয় উপজেলায়, তেওতা ইউনিয়নের পয়লা গ্রামের নুরুল খান (৪০) পেশা বাবুর্চি, এর জমিতে মিলো আফিম।
গোপন সংবাদের ভিত্তিতে, মানিকগঞ্জ জেলার গোয়েন্দা সংস্থা দল (ডিবি),
রাতে পয়লা গ্রামের নুরুল খানের জমি দেখেন, পরে মানিকগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার, জনাব মোহাম্মদ গোলাম আজাদ খান, পিপিএম(বার) মহোদয়ের দিক নিদের্শনায়, মানিকগঞ্জ জেলা গোয়েন্দা সংস্থা দল (ডিবি) সকাল ৬টার দিকে অভিযান চালান,এবং আফিনের জমির গাছ তুলে ফেলে।
জমির মালিক নুরুল খান বলেন, আমি বাবুর্চির কাজ করি, এবং একটু জমি চাষ করি,
মসালার দানা হিসেবে এগুলো ছিটিয়ে ছিলাম কিন্তু, গাছ বড় হয়ে আফিম গাছ হবে তা জানিনা।
স্থায়ী লোকজন এই কাজে সাহায্য করে এবং এই ঘটনার সঠিক বিচার ও নেশা মুক্ত সমাজ চায়।
মানিকগঞ্জে এই প্রথম আফিমের চাষের খবর পাওয়া যায়।