মো নাহিদুর রহমান শামীম মানিকগঞ্জ জেলা পতিনিধি
মানিকগঞ্জে,, সড়ক দুর্ঘটনায় মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের প্রধান ডাঃ এ জেড এম সাখাওয়াত (৬৭) মৃত্যুবরণ করেছেন।
নিহত সাখাওয়াত হোসেনের বাড়ি, মাদারীপুর সদর উপজেলা।
তিনি, ঢাকার ধানমন্ডি এলাকায় বসবাস করেন।
আজ ৮.৩০ ঘটিকার সময়, মানিকগঞ্জ সদর উপজেলার, ভাটবাউর এলাকায়, ঢাকা-আরিচা মহাসড়কে বিপরীত, দিক থেকে আসা, পদ্ম দ্রুতগতি বাস তাকে বহনকারী প্রাইভেটকারকে স্বজোড়ে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
সকালে নিজস্ব, প্রাইভেটকার যোগে ঢাকা হতে নিজ কর্মস্থলে যাওয়ার পথে ভাটবাউর এলাকায় পৌঁছলে এই দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে মুন্নু মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়।
অতিরিক্ত রক্তক্ষরণের ফলে, শারীরিক অবস্থার অবনতি হওয়ায়, দ্রুত তাকে এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে ঢাকা এভারকেয়ার, হাসপাতালে নেয়া হয়। পরে দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।