পরকীয়া প্রেম করে, স্বামী থাকা অবস্থায়
মো নাহিদুর রহমান শামীম মানিকগঞ্জ জেলা পতিনিধি
মানিকগঞ্জ সদর উপজেলা, জাগীর মেঘশিমুল এলাকায়, স্বামী সামনে পরকিয়া প্রেম করে স্ত্রী,শাবনুর (২৩) দুই সন্তানের জননী।
স্বামীর কথা মতে বিয়ের পর থেকে কিছুটা উল্টা পাল্টা চলাচল করে তার স্ত্রী শাবনুর। আমি চাকুরীর জন্য বাসায় থেকে বিভিন্ন জায়গায় যেতে হয়, কখনো রাত ও থাকতে হয়, বাড়ি না থাকার সুজগে বিভিন্ন, ছেলে যাতায়াত করতো আমার বাড়ি। কিছু বলে আমার ভাই বা বন্ধু বলতো, বিষয় টা ২ পরিবারকে বলি তারা বলে ঠিক হয়ে যাবে, আমিও কথা টি মানিয়ে নিতে চলি, কিন্তু তার সভাব খারাপ ছিলো বলে সে ভালো হলো না, হাতে নাতে ধরার পরার আমাকে উল্টো হুমকি দেয়, বিভিন্ন মামলার আসামি করে দিবে, আমার দুটি সন্তানের মুখের দিকে তাকিয়ে কিছু বলতাম না, একদিন আমার বাড়ি থেকে কিছু না বলে, টাকা পয়সা নিয়ে চলে যায়, তারপর চেরম্যান দিয়ে নিয়ে আসতে বলে সেই উল্টো আমার নামে মিথ্যা যৌতুক মামলা দেয়। আমি অনেক দিন মামলায় হাজির দিচ্ছি, আর আমার স্ত্রী বিয়ে না করে ভিন্ন ছেলে নিয়ে বিভিন্ন জায়গায় বাসা ভাড়া থাকে।
এই বিষয় নিয়ে শাবনুরের সাথে, কথা বলতে চাইলে তিনি বিষয় টা মিথ্যা কথা বলে, কথা না বলে চলে যায়।
আমি শাবনুরে স্বামী হিসেবে বলতে চাই যদি, আমি দষি হলে আমাকে বিচারের আওতায় নেওয়া হক, আর নিদষ হলে আমার মামলা নিস্তার দেওয়া হক।