টাঙ্গাইল স্বামীর হাতে স্ত্রী খনি
টাঙ্গাইল জেলা গোপালপুর উপজেলা গোপালপুর পৌর এলাকা হাটবৈরান গ্রামে বেলা তিনটার দিকে স্বামীর হাতে বউ খুন/
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার গোপালপুর পৌর এলাকা হাটবৈরিয়ান মধ্যপাড়া গ্রামে (১৬ মে, বৃহস্পতিবার বেলা প্রায়ঃ৩ টা দিকে এ ঘটনা ঘটে
পারিবারিক সমস্যা থেকে এঘটনা সৃষ্টি হয়। মোঃ জয়নাল মিয়ার (৬৫)ছেলে রাকিব(২২) এর নুরী আক্তার (১৮) সাথে এর জগরা সৃষ্টি হয়। একপর্যায়ে রাকিব নুরী কে মারতে যায়। এবং অনেক মারধোর করে যা এক পর্যায়ে ভয়াবহ রুপ নেয়। পড়ে স্থানীয়রা নুরী কে নিয়ে গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যায় এবং জরুরী বিভাগ থেকে তাকে মৃত ঘোষণা করে। তৎক্ষণাৎ পুলিশ এসে হাজির হয়। পরে তা আইনি প্রক্রিয়ার মাধ্যমে নিয়ে যায় পুলিশ।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category