৪ ইটভাটায় অভিযান চালিয়ে
চার লক্ষ টাকা অর্থদণ্ড আরোপ করেছেন ভ্রাম্যমাণ আদালত
অনিয়মের
অভিযোগে ইটভাটায় অর্থদন্ড করে ভ্রাম্যমাণ আদালত
মো নাহিদুর রহমান শামীম মানিকগঞ্জ জেলা প্রতিনিধি
মানিকগঞ্জের সিংগাইরে বিভিন্ন অনিয়মের অভিযোগে ৪ ইটভাটায় অভিযান চালিয়ে
চার লক্ষ টাকা অর্থদণ্ড আরোপ করেছেন ভ্রাম্যমাণ আদালত।
দুপুর আনুমানিক ১,৩০টা থেকে বিকেল পর্যন্ত পরিবেশ অধিদপ্তরের নির্বাহী
ম্যাজিস্ট্রেট জনাব কাজী তামজীদ আহমেদের নেতৃত্বে জেলার সিংগাইর উপজেলায় এ
অভিযান পরিচালনা করা হয়।
দণ্ডপ্রাপ্ত ইটভাটাগুলো হলো, উপজেলার বলধরার, খোলাপাড়া এলাকার মেসার্স আলী
আকবর ব্রিকস-৩,
বায়রা ইউনিয়নের গাড়াদিয়া এলাকার মেসার্স আলী আকবর ব্রিকস-৪
ও মেসার্স গাড়াদিয়া ব্রিকস এবং মেসার্স আলী আকবর ব্রিকস-৫।
সূত্রে জানা যায়, ইটভাটার অবস্থান, দূষণ ও প্রভাব ট্র্যাক করার জন্য
পরিবেশ অধিদপ্তর কর্তৃক ইট ভাটা ট্র্যাকার চালু করেছে।
সে মোতাবেক,
মানব স্বাস্থের জন্য অধিকতর ঝুঁকি বিবেচিত হওয়ায় ওই ইটভাটাগুলোতে
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এ সময় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর বিভিন্ন ধারা
লঙ্ঘনের দায়ে ক্ষতিপূরণ বাবদ অর্থদণ্ড আরোপ করা হয়।
অভিযান চলাকালে উপস্থিত ছিলেন, জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক ড. মোঃ
ইউসুফ আলী, সিনিয়র কেমিস্ট একেএম ছামিউল আলম কুরসি, পরিদর্শক মোঃ আব্দুর
রাজ্জাক ও মোঃ তানজীর আহমেদ, পরিদর্শক মোঃ শামসুর রহমান এবং পুলিশ ও ফায়ার
সার্ভিসের সদস্যরা।
এবং শিশু শ্রমিক কাজের উপরে দৃষ্টি আকর্ষণ করে।