ভ্রাম্যমাণ
যৌন কর্মীদের কাছ
থেকে সাংবাদিক ও পুলিশ চাঁদা আদায়
মো নাহিদুর রহমান শামীম মানিকগঞ্জ জেলা প্রতিনিধি
মানিকগঞ্জ সদর ও সাটুরিয়া উপজেলার,বাসটার্মিনাল ও বাসইষ্টান, এলাকায় রাতের
আঁধারে কিছু কিছু জায়গায় ঘুরে ফিরে ভ্রাম্যমাণ যৌন কর্মী।
পুলিশ ও সাংবাদিকদের চোখ ফাঁকি দিয়ে চলে অবৈধ যৌন কর্মো, আর ঐ যৌন কর্মীদের
কাছ থেকে টাকা পয়সা নিয়ে যায় পুলিশ ও সাংবাদিক।
কথাটি শুনতে খারাপ লাগলেও, সত্য কথা বলতে এক নারী যৌন কর্মী নাম জান্নাতুল
(২৭), প্রায় ১ বছর হলো যৌন কর্মের মাধ্যমে অর্থ উপার্জন করছে, হাতে সমস্যার
থাকার কারণে তেমন কাজ করতে পারে না।
তাই এই পথ বেঁচে নেয়, তিনি বলেন, ২- ৩ জন্য সাথে শারীরিক সম্পর্কে যে অর্থ
উপার্জন হয় তা দিয়ে চলে, সে অর্থ থেকে আবার পুলিশ ও সাংবাদিকে চাঁদা দিতে
হয়,।
আমার প্রশ্নের জবাবে বলে, আমি খারাপ কিন্তু, তাই বলে সাংবাদিক দিয়ে উলঙ্গ
হবো, আর টহল পুলিশের হতে পর মাড় খাবো,
জান্নাতুল জয়রা এলাকায় বাসা ভাড়া থাকে।
সাং বাদিক পেশা এমন মহান পেশার, তবুও তাও দুর্নীতি ও প্রশাসনের লোক ও এমন
আবস্থাতে হলে দেশের মানুষ কি করবে।