বিদ্যুৎ
স্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু
মো|: নাহিদুর রহমান শামীম মানিকগঞ্জ জেলা প্রতিনিধি
মানিকগঞ্জের সিঙ্গাইরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যবসায়ী মৃত্যুবরণ করেছেন
বলে জানা গেছে।
নিহত ব্যবসায়ীর নাম মাসুদ রানা। তিনি চারিগ্রাম ইউনিয়নের দক্ষিণ জইল্যা
গ্রামের বাসিন্দা।
সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার চারিগ্রাম ইউনিয়নের দক্ষিণ জইল্যা
গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মাসুদ রানার নিজ এলাকায় মুদির দোকান রয়েছে।
দোকানের পেছনে স্থাপিত পানির পাম্প নষ্ট হয়ে যাওয়ায় সকালে পাম্প মেরামত
করতে গিয়ে তিনি বিদ্যুৎস্পর্শে আসেন। এতে তিনি গুরুতর আহত হন। তার ভাগ্নে
রবিন গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে
কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সিঙ্গাইর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ জিয়ারুল ইসলাম বলেন, ব্যবসায়ী
মাসুদ রানা, মোটর ঠিক করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন। আহত অবস্থায় তাকে
হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ
পাঠানো হয়েছে।