মানিকগঞ্জ তিন উপজেলার চেয়ারম্যান হলেন যারা
মানিকগঞ্জ জেলার শিবালয়ে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুর রহিম খান দোয়াত-কলম প্রতীক নিয়ে দ্বিতীয় বারের ন্যায় নির্বাচিত হয়েছেন। তিনি ৩২ হাজার ৫৮৬ ভোট বিজয়ী হয়েছেন।
আব্দুর রহিম খান তৃতীয় উপজেলা পরিষদ নির্বাচনেও এ উপজেলা থেকে নির্বাচিত হয়েছিলেন এবং সফল চেয়ারম্যান হিসেবে তাঁর সুনাম রয়েছে।
ঘিওর উপজেলায় চেয়ারম্যান পদে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মাহাবুবুর রহমান জনি। তিনি শালিক প্রতীকে নির্বাচন করেছেন।
এই উপজেলায় ৯ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে জনি পেয়েছেন ২১ হাজার ৮০৬ ভোট।
দৌলতপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস.এম শফিকুল ইসলাম শফিক দোয়াত কলম প্রতীকে দৌলতপুর থেকে নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (২১ মে ২০২৪) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শিবালয়, ঘিওর ও দৌলতপুর উপজেলার ১৮০টি ভোট কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
এরপর একই দিন রাতে শিবালয়, ঘিওর ও দৌলতপুর উপজেলার রিটার্নিং কর্মকর্তারা বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন।
এই তিন উপজেলায় চেয়ারম্যান পদে ১৮ জন, ভাইস চেয়ারম্যান পদে ১৬জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৩ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন।