আটককৃত ব্যক্তির নাম মোঃ কাদের হোসেন।
তিনি মানিকগঞ্জের শিবালয় উপজেলার মহাদেবপুর উত্তরপাড়া গ্রামের মৃত শওকক আলীর ছেলে।
সকাল সাড়ে ৮টায় জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ জনাব আবুল কালাম প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ আবুল কালাম জানান, শনিবার রাতে আট গ্রাম হেরোইনসহ কাদেরকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। জব্দকৃত হেরোইনের আনুমানিক বাজারমূল্য ৮০ হাজার টাকা।
ধৃত আসামি কাদেরের বিরুদ্ধে একাধিক মামলা আদালতে বিচারাধীন রয়েছে বলেও জানান উক্ত কর্মকর্তা।