বিজয় মিছিল লক্ষ মানুষের ঢল
ফিরোজ আহম্মেদ ডেস্ক নিউজ
টাঙ্গাইল জেলা ধনবাডী উপজেলা নির্বাচনীয়ন সফত এর পর বিজয় মিছিলে হাজার মানুষে ঢল। আজ ধনবাডী নওয়াব ইনস্টিটিউট মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । অনুষাঠানটির সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন ডাঃ মোঃ হায়দার সরকার কৃষি অফিসার ধনবাড়ী উপজেলা, অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ মাছুদ রানাসহ নানা পেশার নেত্রীবৃন্ধ।
বক্তারা বলে আজ ধনবাড়ীর মানুষ। নিজের স্বাধীনতা ও নিজের বাকশক্তির স্বাধীনতা ফিরে পেয়েছে। তারা তাদের গনতান্ত্রীক অধিকার ফিরে পেয়েছে। ধনবাড়ী উপজেলা নবনির্বাচিত চেয়ারম্যান হিসাবে জনাব মোঃ আব্দুল ওয়াদুদ তালুকদার সাধারণ জনতার উদ্দেশ্যে বলেন। আজ আপনারা আমাকে যে দ্বায়ীত্ব ভার দিয়েছেন তা আমি সঠিক ও সততার সাথে পালন করবো। আমার সাথে কারো কোন বিরোদ নেই । আমরা সবাই একের অপরে ভাই আসুন আমরা সবাই মিলে মিশে এক সাথে কাজ করি। ধনবাড়ী মাটি ও মানুষের উন্নয় মুখি কাজ করবো। তিনি আরো বলেন ধনবাড়ীকে একটি আর্দশ্য ও নেশা মুক্ত উপজেলা হিসাবে সারাদেশেকে উপহার দেব। এবং ধনবাড়ীকে আধুনিক শিক্ষা, স্বাস্থ্য, রাক্তাসহ সকল অবকাঠামুগত স কল কার্যপ্রনালি সুন্দর ভাবে কাজ সম্পুন করবো। তিনি সাধারণ মানুষে উদ্দেশে বলে আমার দরজার আপনাদের জন্য রসব সময় খুল থাকবে। কোন মাধ্যম নিয়ে আমার কাছে সরাসরি আসতে পারবেন যে কোন সময়। এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে বক্তব্য শেষ করেন।