বিদ্যুৎ এখন স্বপ্ন ছোয়া
টাঙ্গাইল ধনবাড়ীতে বিদ্যুৎ এখন স্বপ্ন চোয়া যা চলে যা যায় স্বপ্ন মতো।
যত দিন যাচ্ছে বিদ্যুৎ যে আরো কমে যাচ্ছে । এমন অবস্থায় দৃরভোগের মধ্যে পডেছে ব্যবসায়ীও সাধারন মানুষ। তারা বলছে প্রতি নিহত বিদ্যুৎ বিল বাডছে কিন্তু সে তুলনায় বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না। এর প্রদান কারন এখনো খতিয়ে দেখছে না সরকার। অপর দিকে বিদ্যুৎ কর্মকর্তাদের সাথে কথা বলতে গেলে তারা সরকারের উপর দোষ চাপিয়ে দেয়।
তা হলে কি বিদ্যুৎতের সংকত কথনই সমাধান হবে না। অপর দিকে আমন মৌসমে যে পরিমান বিদ্যুৎ সমস্যা দেখা দিয়েছে যা দেশে একতৃতিংশ ফসলে ক্ষতি হয়েছে বলে কৃষকরা মনে করেন। তাদের দাবি সঠিক তদন্ত করে বিদ্যুৎতে সংকট নিরাশন ঘটাতে হবে। তা না হলে দেশে অর্থনৈতিক অবকাঠামোগত ভাবে ক্ষতিগস্ত হবে। এবং দেশে বেকার সংখ্যা বৃদ্দি পাবে।