মো নাহিদুর রহমান শামীম মানিকগঞ্জ জেলা প্রতিনিধি
মানিকগঞ্জ সাটুরিয়া ও সিংগার উপজেলা দুটিতে চলছে আবাসিক হোটেলে মাদক বিক্রি।
পুলিশের কাছে সূত্র থাকলেও তেমন কোন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না।
সাটুরিয়া উপজেলা, টাঙ্গাইলের সাথে যোগাযোগ ব্যবস্থা ভালো বলে, খুব সহজে মাদক দ্রব্য আনা – নেওয়া করা যায়।
ওপর দিকে ঢাকা হেমায়েতপুর থানার সাথে সিংগায়ের অবস্থান বলে খুব সহজে এই মাদক দ্রব্য সরবরাহের কাজ করতে পারে।
এই বিষয় নিয়ে দুই উপজেলার কিছু লোক জনের সাথে কথা বলে জানা যায়।
আজকাল কিছু উঠনি বয়সে ছেলে মেয়েরা তাদের খুশির জন্য এই সব করে থাকে। হাতের কাছে আবাসিক হোটেল আবার মাদক দ্রব্য খুব সহজে মিলে, রাতে দিকে এই সব কাজ বেশি হয়।
ঐ বিষয় নিয়ে দুই উপজেলার সাবেক চেরম্যানের সাথে কথা বলে জানা গেলো, মাঝে তাদের কাছে বিষয় টি নিয়ে আসে, তারা থানায় কমিটি গঠন করে দিতে চেয়ে ছিলো, যে আবাসিক হোটেলে প্রতিরাতের একটা লিষ্ট যেন উপজেলায় কার্যালয় পাঠিয়ে দেওয়া হয়, যেহেতু বর্তমানে চেরম্যানের সাথে বিষয় টি নিয়ে আলোচনা করা হয়নাই,আমরা পরে আলোচনা করে জানাবো।
উল্লেখ মোটরসাইকেলের সাহায্য এই কাজ গুলি করে, ও কাছে আবাসিক হোটেলে রাতি থাকার ব্যাবস্থা আছে এবং আবসিক ব্যবসায়ী লোক জন জড়িতো আছে বলে খুব সহজে কাজ করা যায়।