টাঙ্গাইল
ধনবাড়ীতে শিক্ষাপ্রতিমন্ত্রীকে গনসংবধনা
ফিরোজ আহম্মেদ
টাঙ্গাইল জেলা প্রতিনিধি
টাঙ্গাইল
জেলা ধনবাড়ী উপজেলায় ধনবাড়ী সরকারী কলেজ মাঠে মাননীয় শিক্ষাপ্রতিমন্ত্রী জনাব শামসুন নাহার চাঁপাকে
একবিশাল গনসংবধন অনুষ্ঠান আয়োজ করা হয়। উক্ত অনুষ্টানে ধনবাড়ী উপজেলা
আওয়ামী
লীগের
সভাপতি
ও
সাবেক
উপজেলা
চেয়ারম্যান
মীর
ফারুক
আহমেদ
ফরিদের
সভাপতিত্বে
ও
উপজেলা
আওয়ামী
লীগের
সাধারণ
সম্পাদক
খন্দকার
মঞ্জরুল
ইসলাম
তপনের
সঞ্চালনায়
সংবর্ধনা
অনুষ্ঠানে
অতিথি
হিসেবে
উপস্থিত
ছিলেন,
বাগেরহাট-৪ আসনের
এমপি
বদিউজ্জামাল
সোহাগ,
টাঙ্গাইল
পৌরসভার
মেয়র
এসএম
সিরাজুল
হক
আলমগীর,
কালিহাতী
উপজেলা
পরিষদের
চেয়ারম্যান
আজাদ
সিদ্দিকী,
ধনবাড়ী
উপজেলা
পরিষদের
চেয়ারম্যান
আব্দুল
ওয়াদুদু
তালুকদার
সবুজ,
ভূঞাপুর
পৌরসভার
মেয়র
মাসুদুল
হক
মাসুদ,
মধুপুর
উপজেলা
আওয়ামী
লীগের
সাধারণ
সম্পাদক
ছরোয়ার
আলম
খান
আবু,
মধুপুর
পৌরসভার
সাবেক
মেয়র
মাসুদ
পারভেজ,
কেন্দ্রীয়
যুবলীগের
সদস্য
অধ্যাপক
মেহেরুল
হাসান
সোহেল,
সাবেক ছাত্রনেতা জনাব
মোঃ ড. মোঃ আজিজুর রহমান আজিজ, জনাব মো্ঃ শফিকুল ইসলাম শফি সাবেক চেয়ারম্যান বীরতার
ইউনিয়ন পরিষদকেন্দ্র প্রমূখ।
। এবং টাঙ্গাইল জেলার ত্রিমূলের নেতাকর্মীগন
উপস্থি ছিলেন।এ সময় প্রতিমন্ত্রী বলেন আমি ধনবাড়ী,মধুপুরকে একটি স্মার্ট ও আধুনিক উপজেলা হিসাবে
শিক্ষানগরি গড়ে তুলবো। এবং সারাদেশে সকল শিক্ষাপ্রতিষ্ঠানকে আধুনিকতার শিক্ষা প্রণয়ন করবো।
তিনি আরো বলেন শিক্ষার
পাশা পাশি সংস্কৃতিক বিষয়েও আমরা আন্তুরিক
ভাবে কাজ করে যাচ্ছি। তিনি জাতীর উদ্দেশ্যে বলেন শিক্ষা ছাডা যেমন কোন জাতি উন্নয় সাদন
সম্ভব নয়,তে শিক্ষাকে আরো আধুনিক করে
দেশে কারিগরিক শিক্ষাব্যবস্থা গহণ করে আত্মকর্মসংস্থান সুজগ সৃষ্টি করতে হবে।
বলে তিন সকল শিক্ষকগনকে পরামর্শমূলক নির্দেশনা দেন শিক্ষাপ্রতিমন্ত্রী।