কারিতাসের
উদ্যোগে শিশুদের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করার জন্য মিডিয়া
এ্যাডভোকেসী
বিশেষ প্রতিনিধি:
কারিতাস ঢাকা অঞ্চলে বাস্তবায়িত কারিতাস আলোকিত শিশু প্রকল্পের উদ্যোগে
শিশুদের অধিকার ও তাদের সুরক্ষা নিশ্চিত করার জন্য মিরপুর বড়বাজারে
মিডিয়া এ্যাডভোকেসীর আয়োজন করা হয়।
মিডিয়া এ্যাডভোকেসীতে সভাপতিত্ব
করেন দৈনিক গনকন্ঠের সাংবাদিক ও জিগীষা মানবিক উন্নয়ন ফাউন্ডেশন
প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান নুর হোসাইন, সভায় মিডিয়া এ্যাডভোকেসীর লক্ষ্য
ও উদ্দেশ্য নিয়ে মূল বক্তব্য রাখেন আলোকিত শিশু প্রকল্পের মাঠ কর্মকর্তা
দেবব্রত মজুমদার। সভায় দৈনিক বাংলাদেশের সিনিয়র সাংবাদিক মিজানুর রহমান,
মানবাধিকার নেতা জনাব মিজানুর রহমান বাপ্পিসহ সরকারি—বেরকারি প্রতিষ্ঠানের
প্রতিনিধি, সমাজকমীর্রা উপস্থিত ছিলেন। বক্তরা বলেন— বিপদাপন্ন পথশিশুরা
তাদের অধিকার থেকে বঞ্চিত না হয় তার জন্য সরকারি—বেসরকারি প্রতিষ্ঠানকে এক
সাথে কাজ করতে হবে। পথশিশুদের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করার জন্য বিভিন্ন
মিডিয়াতে তুলে ধরার জন্য সাংবাধিকদের প্রতি আহ্বান জানান। পথশিশুদের
নিরাপদ আশ্রয়, সরকারি সেপটিনেট সুযোগ—সুবিধা ও জন্মনিবন্ধনের আওতায় আনার
জন্য সংশিষ্ট দপ্তরের দৃষ্টি কামনা করেন। বিপদাপন্ন পথশিশুদের সমাজে
ফিরিয়ে এনে সঠিক মানুষ হিসেবে তৈরি করার জন্য সকলে কাজ করার অঙ্গীকার
করেন।