জাজিরা
পৌরসভার হাসপাতাল মোড়ে ময়লা ও দুর্গন্ধে সাভাবিক জীবন ব্যাহত।
নিজস্ব প্রতিবেদক
সৈকত ঢালী
দৈনিক সময় সংবাদ
জাজিরা পৌরসভার হাসপাতাল মোড় ও আশপাশ এলাকার বেহাল অবস্থা।নেই কোন
দেখভাল।এই বাজারটির আশপাশে রয়েছে একটি সরকারী শিক্ষা প্রতিষ্ঠান ও
দোকান।
তার পাশেই হাসপাতাল ও উপজেলা পরিষদ ও বিভিন্ন সরকারি
প্রতিষ্ঠান,ব্যাংক। শত শত মানুষের এ যায়গায় উপস্থিতি।সাধারণ মানুষের কথা
চিন্তা করে এ যায়গাটির ময়লা অপসারন করার কথা জাজিরা পৌরসভার মেয়র ভেবেছেন
কিনা এখনো জানা যায়নি। তার ব্যাক্তিগত ফেসবুক পেজ মেয়র জাজিরা পৌরসভা
ফেসবুক পেজের মেসেঞ্জার এ যোগাযোগ করলে এখনো কোন উত্তর পাওয়া যায় নি।তবে
আশাবাদী জাজিরা পৌরসভার সম্মানিত মেয়র এ বিষয় পদক্ষেপ গ্রহন করবেন।এবং এই
বিষয়টি উপলব্ধি করবেন।