প্রাঃ
শিঃ সমিতির সাধারণ সম্পাদকের বিরুদ্ধে থানায় জিডি
রতন আলী মোড়ল বিশেষ প্রতিনিধি
শরীয়তপুরের জাজিরা উপজেলার প্রাথমিক শিক্ষকদের প্রধান সংগঠন, প্রাথমিক
শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এনামুল হক পিতা মৃত মজিবর চৌকিদার, এর
বিরুদ্ধে ২৫ নং বিকে নগড় সঃপ্রাঃবি এর শিক্ষিকা আফরোজা আকতার সুমি জাজিরা
থানায় হত্যার হুমকি ও মানহানীর জিডি করেছেন।এছাড়াও তার বিরুদ্ধে ক্ষমতার
অপব্যাবহার করে মেয়াদোত্তীর্ণ কমিটির মাধ্যমে ক্ষমতা ধরে রাখা, সেই সাথে
পূর্বেও একবার চাকুরীতে সাময়িক অব্যাহতির অভিযোগ শোনা যায়।
বিভিন্ন সময়ে কমিটিতে থেকেও স্বজনপ্রিতি,ও সমমনা না হওয়া শিক্ষকদের উপর
বিভিন্ন ভাবে জুলুম ও নিপিড়নের জেড় ধরে গতো কয়েকমাস যাবৎ প্রতিবাদ করে
আসছিলেন শিক্ষক প্রতিনিধি আফরোজা আকতার সুমি।এরি ধারাবাহিকতায় গতো কয়েকদিন
ধরে শিক্ষকদের একাংশ ক্ষোভ প্রকাশ করতে থাকে।আর এরি রেষ ধরে শিক্ষকদের নেতা
এনামুল হক, বিকেনগড় স্কুলের এই শিক্ষিকাকে মোবাইলে ফোন করে হত্যার হুমকি
সহ অকথ্য ভাসায় গালাগালি করেন বলে থানায় জিডি করেন এবং সাংবাদিকদের কাছে
অভিযোগ করেন।
এই ব্যাপারে ভুক্ত ভোগি এই শিক্ষিকা বলেন" এনামুল হক আমাকে অশ্রাব্য ভাষায়
কথা বলে এবং আমার ব্যাক্তিগতো চরিত্র হানী করার হুমকির সাথে সাথে জীবন
নাশের হুমকি প্রদান করে।"যার ফলে আমি মানসিক ভাবে তার কথায় অসুস্থ হয়ে পড়ি ও
আমার পরিবার ও আমার নিরাপত্তার কথা ভেবে থানায় জিডি করি।আমি মাননীয়
শিক্ষামন্ত্রীর মাধ্যমে মাননীয় প্রধান মন্ত্রীর কাছে এর বিচার আশা করি।সেই
সাথে আপনাদের মাধ্যমে সকলের সুদৃস্টি কামনা করি।
নাম প্রকাশ না করার সার্থে কয়েকজন শিক্ষক অভিযোগ করেন, শিক্ষা সমিতির টাকার
হিসাব নাই,তারা কি করে চাদা উঠায়ে আমরা জানি না।তাদের সমষ্যা হলে তারা
মূহুর্তে সকল শিক্ষককে জড়ো করে কিন্তু সাধারন শিক্ষক যারা তারা বিপদে পড়লে,
তাদেরকে আরো বিভিন্ন ভাবে হয়রানি করেন বলে দাবি তাদের।
এ ব্যাপারে শিক্ষক এনামূল হককে ফোন দিলে তিনি ফোন রিসিভ করেন নি।
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন আমরা থানায় জিডি হয়েছে, এখন
আইনানুযায়ী পরবর্তী কার্যক্রম পরিচালিত হবে।তবে শিক্ষকরা জাতি গড়ার কারিগড়
এটা স্মরন রাখতে হবে।