তিব্র
যানজটের কারনে ঈদ শেষে ঢাকায় ফেরার যাত্রী ও স্থানীয় জনগন চরম ভোগান্তির
মুখে।
নিজস্ব প্রতিবেদক
সৈকত ঢালী
দৈনিক ভোরের সংবাদ
২৪/৬/২০২৪
জাজিরা,শরীয়তপুরের কাজিরহাট থেকে পূর্ব নাউডোবা রুটে চলছে যাত্রীদের
ভোগান্তি।
কুরবানির ঈদ মৌসুমে নিজ গ্রামে এসে ফেরার পথে যেনো যাত্রীদের ভোগান্তি শেষ
নেই।
রাস্তা ভাঙ্গা থাকার কারনে ইজি বাইক, সি এন জি গুলো দাড়িয়ে থাকে রাস্তা
জুড়ে। চলতে পারেনা বাস ও বিভিন্ন গাড়ী।
ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয় যাত্রীদের। ভাঙা রাস্তার কারনে কোন ড্রাইভার
যেতে চান না রিস্কে।
উল্টে যাওয়ার সম্ভাবনা আছে তাই তারা এমন টা করে থাকেন,
যাত্রীদের কথা না ভেবে এরা জড়িয়ে পরেন বাকবিতন্ডায়। কেউ সাইড দিতে চান না।
দুরপাল্লার যাত্রী সহ-স্থানীয় জনগন পরেছেন এ নিয়ে বিপাকে।
নেই কোন তদারকি,স্থানীয়রা জানান এসব রাস্তা বছর এর পর বছর সংস্কারকাজ এর
অভাবে এমন অবস্থা হয়ে আছে।আরো জানান ইদানীং রাস্তার কাজ চলছে কিন্তু
ধীরগতির কারনে আরো যানজট বেশি সৃষ্টি হচ্ছে।এমন অবস্থায় স্থানীয় জনগন ও
দুপাল্লার যাত্রীরা দ্রুত কাজ সম্পন্ন করার আহবান জানান।স্থানীয় এমপি
মহোদয়ের নিকট