মহাদেবপুরে
আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
ফজলুল করিম সবুজ (নওগাঁ) -
নওগাঁর মহাদেবপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলটির ৭৫ তম প্রতিষ্ঠা
বার্ষিকী পালন করা হয়েছে। বিকেল ৪ টায় উপজেলা শহরের মাছ চত্বরে এ দিবস পালন
উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি
শহিদুল ইসলাম। এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ-৩
মহাদেবপুর-বদলগাছী আসনের সংসদ সদস্য বাবু সৌরেন্দ্রনাথ চক্রবর্তী সৌরেন।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান
মাসুদুর রহমান প্রামানিক মাসুদ,
উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ও রাইগাঁ
ইউপির সাবেক চেয়ারম্যান মঞ্জুরুল আলম মঞ্জু, আওয়ামী লীগ নেতা ও সাবেক সদর
ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান ধলু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ
সম্পাদক স,ম,জাহাঙ্গীর আলম তোতা, উপজেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক
ফনি ভুষণ মহন্ত, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ও প্রভাষক একে খন্দকার
কুদ্দুস, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আদম আলী রিপন বিশ্বাস, উপজেলা
ছাত্রলীগ সভাপতি আবু-মুসা আল আসারী প্রমুখ। সভায় উপজেলার ১০ ইউনিয়নের
আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ দলটির বিভিন্ন সহযোগী
সংগঠনের হাজার হাজার নেতাকর্মী দুপুরের পর থেকেই সভাস্থলে আসতে শুরু করে।
দলীয় নেতা-কর্মীদের বিভিন্ন শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে উঠে সভাস্থল।
দিনটি পালন উপলক্ষে বেলা ৩ টার দিকে দলীয় নেতা-কর্মীরা এক বিশাল বর্ণাঢ্য র্যালী
উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এর আগে সকাল ৯ টায় দলীয়
কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে
পুষ্পমাল্য অর্পণ করেন দলীয় নেতা-কর্মীরা। সন্ধ্যায় আলোচনা সভার মঞ্চে এক
মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।