শপথ নিয়েছেন নান্দাইল উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানগণ।
ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার চেয়ারম্যান হিসেবে শপথ গ্রহণ করলেন নান্দাইল উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শাহান।
২৬ জুন ২০২৪ ইং ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এই শপথ অনুষ্ঠিত হয়।
বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান।
উপজেলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক শফিউল আলম রাসেল ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক তাসলিমা বেগম তামান্না শপথ গ্রহণ করেন।
বৃহস্পতিবার থেকে উপজেলা পরিষদের নবনির্বাচিত জনপ্রতিনিধিগণ দায়িত্ব পালন করবেন।
এ বিষয়ে নান্দাইল উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ নান্দাইলবাসী নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদেরকে অভিনন্দনসহ সাধুবাদ জানান। পাশাপাশি সঠিকভাবে দায়িত্ব পালনের মাধ্যমে নান্দাইলবাসীর উন্নয়নে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।