তীব্র লোডশেডিং
মো নাহিদুর রহমান শামীম মানিকগঞ্জ জেলা প্রতিনিধি
মানিকগঞ্জে তীব্র লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। জেলা শহরে লোডশেডিং তুলনামূলক কম হলেও গ্রামাঞ্চলে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ থাকছে না। একদিকে তীব্র গরম অন্যদিকে বিদ্যুৎ না থাকায় চরম কষ্টে আছে জেলার মানুষ।
তীব্র গরম আর বিদ্যুতের ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পড়েছে বাসিন্দারা। রাতের বেশিরভাগ সময় বিদ্যুৎ না থাকায় তীব্র গরমে অসুস্থ হয়ে পড়ছেন অনেকে।
বিশেষ করে শিশু ও বৃদ্ধদের কষ্ট হচ্ছে অনেক বেশি।
মানিকগঞ্জের বাসিন্দা ও ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা গেছে, এক ঘন্টা বিদ্যুৎ থাকলে আরেক ঘন্টা থাকেনা। ২৪ ঘন্টার মধ্যে ১৮ ঘন্টা কিংবা অনেক সময় ১২ ঘন্টা বিদ্যুৎ থাকে। এতে একদিকে যেমন শিক্ষার্থীদের লেখাপড়া ব্যাহত হচ্ছে অন্যদিকে ব্যবসায়ীদের বিক্রি কমে যাওয়ায় লোকসানের সম্মুখীন হতে হচ্ছে।
পল্লী বিদ্যুৎ অফিস সূত্রে জানা যায়, মানিকগঞ্জে ৬২ টি ইউনিয়নে ১,৩২৪ টি গ্রাম রয়েছে। এর মধ্যে বিদ্যুতের গ্রাহক সংখ্যা রয়েছে ৪ লক্ষ ৯৬ হাজার ৮৫ জন। তন্মধ্যে আবাসিক গ্রাহকের সংখ্যা ৪ লক্ষ ২৫ হাজার ৬৩৫ জন, বাণিজ্যিক গ্রাহকের সংখ্যা ৪৫ হাজার ৪৬২ জন, গভীর নলকূপের সংযোগ রয়েছে ৭,৬৫৩ টি, ক্ষুদ্র শিল্পে রয়েছে ২,৯০০ টি, নির্মাণ শিল্পে ১৮৪ টিসহ অন্যান্য সংযোগ রয়েছে।
জেলায় ১৪৯ মেঃ ওয়াট বিদ্যুতের চাহিদা থাকলেও সরবরাহ রয়েছে ১০০ থেকে ১১১ মেঃ ওয়াট। চাহিদার চেয়ে সরবরাহ কম থাকায় ঘনঘন লোডশেডিং দিতে হচ্ছে। তবে চাহিদা ও যোগানের সাথে সমন্বয়ে রেখে লোডশেডিং কমিয়ে আনার চেষ্টা করছেন এবং অল্প সময়ের মধ্যে সমস্যার সমাধান হবে বলে জানিয়েছেন পল্লী বিদ্যুৎ অফিস।